হুমকির শিকার এবার মিঠুন, ক্ষমা না চাইলে রয়েছে ‘প্রাণনাশের’ আশঙ্কা!

চিত্র: এএনআই।

প্রাণনাশের হুমকি এবার মিঠুনকেও! বিগত মাসদুয়েক ধরে হুমকি দেওয়া হচ্ছে বলিউডি তারকাদের। ক্রমাগত শাসানো হয়েছে সলমন খানকে। আগের সপ্তাহে হুমকি পেয়েছেন ‘কিং খান’-ও। অনুমান, এই সবের পিছনে রয়েছে কুখ্যাত ‘বিষ্ণোই গ্যাং’। এবার হুমকি দেওয়া হল ‘ফাটাকেষ্ট’-কে।

সূত্রের খবর, শাহজাদা ভাট্টি নামে পাকিস্তানের এক গ্যাংস্টার ভিডিও বার্তায় প্রাণনাশের হুমকি দিয়েছেন বর্ষীয়ান অভিনেতা ও বিজেপি নেতা মিঠুনকে। গত মাসে একটি জনসভায় মিঠুনের করা একটি ‘উস্কানিমূলক’ মন্তব্যকে কেন্দ্র করেই এই হুমকি। ভিডিওতে বলা হয়েছে, মিঠুনের মন্তব্যে ইসলাম ধর্মাবলম্বী মানুষদের ধর্মানুভূতি আহত হয়েছে। যদি মিঠুন আগামী ১০-১৫ দিনের মধ্যে তাঁর করা মন্তব্যের জন্য জনসমক্ষে ক্ষমা না চান, তবে তাঁর মৃত্যুর আশঙ্কা রয়েছে।

গত অক্টোবর মাসে কলকাতায় এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ২৭ অক্টোবর সল্টলেকের ইজেডসিসি-তে অনুষ্ঠিত একটি সদস্য সংগ্রহ কর্মসূচি-র জনসভায় উপস্থিত ছিলেন তিনি। ছিলেন মিঠুনও। লোকসভা নির্বাচনের সময়ে তৃণমূল কংগ্রেসের ভরতপুর বিধানসভার বিধায়ক হুমায়ুন কবীরের একটি ‘বিতর্কিত’ মন্তব্যের জের টেনে এনে মিঠুন বলেছিলেন ‘আমি স্বরাষ্ট্রমন্ত্রীর সামনেই বলছি, যা করতে হয় সব করব। এই সব কিছুর মধ্যে অনেক অর্থ লুকিয়ে রয়েছে। আমাদের এখানকার এক নেতা বলেন, ৭০ শতাংশ মুসলিম, ৩০ শতাংশ হিন্দু। কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেব। ভাবলাম, মুখ্যমন্ত্রী তাঁকে কিছু বলবেন। এমন কথা না বলতে বলবেন। কিছু হল না। আমি মুখ্যমন্ত্রী নই। কিন্তু বলে রাখছি, ভাগীরথী নদী আমাদের মা। তাই ভাগীরথীতে কেটে ভাসিয়ে দেব না। কিন্তু তোমার মাটিতেই তোমাকে পুঁতে দেব!’


এর পরে তিনি এও বলেছিলেন, ‘এটা অভিনেতা মিঠুন চক্রবর্তী বলছে না। ১৯৬৮ সালের ২৮ বছর বয়সি মিঠুন বলছে। রাজনীতি করেছি। রক্তের রাজনীতি করেছি। সব জানি, কে কোথা থেকে কী করবে। আপনাদের পাশে চাই। সাহস চাই। বুক চিতিয়ে এগিয়ে আসতে হবে।’

এই মন্তব্যের কারণেই হুমকির শিকার হয়েছেন মিঠুন। তবে এই ব্যাপারে তাঁর কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।