• facebook
  • twitter
Saturday, 28 December, 2024

খোঁজ মিলল রাজভবনের দায়িত্বে থাকা পুলিশ অফিসারের নিখোঁজ স্বামীর

কয়েকদিন ধরে কোনও কারণে মন খারাপ ছিল দীপাঞ্জনের। শান্তির কথায়, 'গত কয়েকদিন ধরে যেন সব কিছুতেই ওর অনীহা ছিল। কিছুতেই সন্তুষ্ট হচ্ছিল না। মনখারাপ করে ছিল কোনও কারণে।

ফাইল চিত্র

নিখোঁজ হয়ে গিয়েছিলেন রাজভবনের দায়িত্বে থাকা এক পুলিশ অফিসারের স্বামী। যদিও থানায় নিখোঁজ ডায়েরি করার কিছুক্ষণের মধ্যেই ওই ব্যক্তির খোঁজ মিলেছে। ওই অফিসারের নাম শান্তি দাস বসাক। পুলিশ মহলে তাঁর বিশেষ খ্যাতি রয়েছে। শুক্রবার সকালে তিনি হাওড়ার পেনরো থানায় স্বামীর নিখোঁজ ডায়েরি করেছিলেন। পাশাপাশি স্বামীকে খুঁজতে সমাজমাধ্যমে ছবি দিয়ে সাহায্য চেয়েছিলেন শান্তি। পরে সমাজমাধ্যমেই একটি পোস্ট করে তিনি জানান, দীপাঞ্জনকে খুঁজে পেতে সকল বন্ধুদের ধন্যবাদ জানাই। তিনি সুস্থ ও সুরক্ষিত অবস্থায় এক বন্ধুর সঙ্গে আছেন।

পুলিশ অফিসার শান্তি দাস বসাকের স্বামীর নাম দীপাঞ্জন বসাক। জানা গিয়েছে, তিনি অভিনয় জগতের সঙ্গে যুক্ত। বৃহস্পতিবার থেকে তাঁর সন্ধান পাওয়া যাচ্ছিল না। থানায় নিখোঁজ ডায়েরি করার পর তদন্ত শুরু করে পুলিশ। শান্তি জানিয়েছেন, হাওড়ার দিকে যাচ্ছেন বলে বৃহস্পতিবার বাড়ি থেকে বেরিয়েছিলেন দীপাঞ্জন। তারপর থেকে তাঁর আর খোঁজ পাওয়া যাচ্ছিল না। এর জেরে শুক্রবার সকালে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন পরিবারের সদস্যরা।

জানা গিয়েছে, কয়েকদিন ধরে কোনও কারণে মন খারাপ ছিল দীপাঞ্জনের। শান্তির কথায়, ‘গত কয়েকদিন ধরে যেন সব কিছুতেই ওর অনীহা ছিল। কিছুতেই সন্তুষ্ট হচ্ছিল না। মনখারাপ করে ছিল কোনও কারণে। প্রশাসনিক মহলে এই খবর জানিয়েছি। রাজভবনেও জানানো হবে। ও ফিরলে কাউন্সেলিং করানোর ভাবনাচিন্তা রয়েছে আমাদের।’

পুলিশের কাছে অভিযোগ জানানোর পাশাপাশি স্বামীকে খুঁজতে সমাজমাধ্যমেরও সাহায্য নিয়েছিলেন শান্তি। স্বামীর ছবি পোস্ট করে তিনি লিখেছিলেন, ‘আমার স্বামী দীপাঞ্জনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরিবারের সদস্যরা খুব চিন্তায় আছেন। কারও কাছে ওঁর সম্পর্কে কোনও তথ্য থাকলে দয়া করে আমাদের জানান।’

উল্লেখ্য, এক সময়ে মানবাধিকার কমিশনের সঙ্গে যুক্ত ছিলেন শান্তি দাস বসাক। রাজ্যের গোয়েন্দা বিভাগ সিআইডি-তেও তিনি কাজ করেছেন। বর্তমানে তিনি রাজভবনের নিরাপত্তার দায়িত্বে রয়েছেন।