শিলিগুড়ি পুরসভার ডেপুটি মেয়র রঞ্জন সরকারের গাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠল। রীতিমতো গাড়ি থামিয়ে খুনের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি শহরের হিলকার্ট রোডে সেবক মোড়ে। এই ঘটনায় দু’জনকে আটক করেছে পুলিশ। ডিসিপি রাকেশ সিং বলেন, বিভিন্ন ছবি ও ভিডিও দেখে আমরা দু’জনকে আটক করেছি। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
শনিবার এক আত্মীয়ের মৃত্যুর খবর আসে রঞ্জন সরকারের কাছে। তাড়াহুড়োয় নিরাপত্তা রক্ষী ছাড়াই শুধু চালককে নিয়ে বেরিয়ে পড়েন তিনি। প্রধাননগর এলাকার একটি নার্সিংহোমে যাওয়ার পথে তিন-চার জন যুবক গাড়ি ঘিরে ধরেন। বনেটের উপরে দমাদম ঘুষি মারতে থাকেন তারা। বিষয়টি থামাতে গাড়ি থেকে নামেন ডেপুটি মেয়র। ডেপুটি মেয়র রঞ্জন সরকারের সঙ্গে ওই দুষ্কৃতীদের উত্তপ্ত বাদানুবাদ হয়।
সূত্রের খবর, ঝামেলা চলাকালীন তাঁকে খুনের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। ডেপুটি মেয়র সেই ঘটনায় ভিডিও তুলে রাখেন। পুলিশে অভিযোগ জানানোর সময় সেই তথ্য প্রমাণ তাদের হাতে তুলে দেওয়া হয়। এরপরই ঘটনায় জড়িত থাকার অভিযোগে দু’জনকে আটক করেছে পুলিশ। অভিযুক্তদের মধ্যে একজনের বাড়ি বাঁকুড়া জেলায়। অন্যজন শিলিগুড়িই বাসিন্দা। তাঁরা কী কারণে হামলা চালালেন, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।
ডেপুটি মেয়র রঞ্জন সরকার বলেন, এরা এই শহরের বলে আমার মনে হয় না। আমার মনে হয়, আরও বেশি পুলিশের নজরদারি রাখা উচিত ছিল। ওই দিন দুষ্কৃতীরা প্রায় ঘণ্টাদুয়েক ধরে সেবক মোড়ে তান্ডব চালায় বলে শুনেছি। শিলিগুড়িতে এসব বরদাস্ত করা হবে না। শিলিগুড়ির মেয়র গৌতম দেব বলেন, অনভিপ্রেত ঘটনা। রঞ্জন এক আত্মীয়ের বাড়ি থেকে ফিরছিলেন। আমরা পুলিশকে বিষয়টি জানিয়েছি।