• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

শালবনির টুরাপাড়া এলাকায় কপালে বন্দুক ঠেকিয়ে এক ব্যাংক কর্মীর কাছ থেকে প্রায় ৭০ হাজার টাকা ছিনতাই

সােমবার প্রকাশ্য দিবালােকে বেলা তিনটার সময় ছিনতাই-এর ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি থানার টুরা পাড়ায় ৬০ নম্বর জাতীয় সড়কের উপর।

প্রতিকি ছবি (File Photo: IANS)

সােমবার প্রকাশ্য দিবালােকে বেলা তিনটার সময় ছিনতাই-এর ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি থানার টুরা পাড়ায় ৬০ নম্বর জাতীয় সড়কের উপর। ওই ছিনতাই-এর ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। 

শালবনির বন্ধন ব্যাংকের ম্যানেজার গৌরাঙ্গ গিরি জানান মার্কেট থেকে টাকা কালেকশন করে ফেরার সময় বন্ধন ব্যাংকের এক কর্মীর কপালে বন্দুক ঠেকিয়ে আনুমানিক প্রায় ৭০ হাজার টাকা ছিনতাই করে চম্পট দিল দুষ্কৃতীরা। 

ওই ঘটনার পর আতংকিত ব্যাংক কর্মী ওই ব্যাংকের ম্যানেজারকে সঙ্গে নিয়ে শালবনি থানায় গিয়ে অভিযােগ দায়ের করে। ব্যাংক ম্যানেজারের অভিযােগের ভিত্তিতে শালবনি থানার পুলিশ তদন্ত শুরু করেছে। 

সােমবার প্রকাশ্য দিবালােকে শালবনি থানার টুরাপাড়া এলাকায় ৬০ নম্বর জাতীয় সড়কের উপর বন্দুক ঠেকিয়ে এক ব্যাংক কর্মীর কাছ থেকে টাকা ছিনতাইয়ের ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। 

স্থানীয় বাসিন্দারা দিনের বেলায় ওই রাস্তায় পুলিশের টহলদারি দেওয়ার দাবি জানিয়েছে। অভিযােগ পাওয়ার পর শালবনি থানার পুলিশ দুষ্কৃতীদের সন্ধানে তল্লাশি অভিযান শুরু করেছে।