• facebook
  • twitter
Sunday, 5 January, 2025

সপ্তম রিজিওনাল সায়েন্স এন্ড টেকনোলজি কংগ্রেসের সূচনায় মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি অ্যান্ড বায়োটেকনোলজি দফতরের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডঃ সুশান্ত কুমার চক্রবর্তী।

নিজস্ব চিত্র

২০২৫ সালের শুরুতেই মেদিনীপুর কলেজ এবং পশ্চিমবঙ্গ সরকারের ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি অ্যান্ড বায়োটেকনোলজির যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে সপ্তম রিজিওনাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি কংগ্রেস। এবছরের রিজিওনাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি কংগ্রেসের সূচনা হয়েছে এক আলোচনা সভার মাধ্যমে। এই রিজিওনাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি কংগ্রেস রিজিয়ন ফোর-এর পাঁচটি জেলার (বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং পুরুলিয়া) শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে কেন্দ্র করে অনুষ্ঠিত হচ্ছে। শুক্রবার এই পর্বের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হয়েছিল মেদিনীপুর কলেজের বিবেকানন্দ হলে। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি অ্যান্ড বায়োটেকনোলজি দফতরের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডঃ সুশান্ত কুমার চক্রবর্তী।

এঁরা ছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা সভাতিপতি প্রতিভা মাইতি এবং মেদিনীপুর পৌরসভার পৌর প্রধান সৌমেন খান। উপস্থিত ছিলেন আলোচনা সভার সূচক বক্তা ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ, কলকাতার বরিষ্ঠ অধ্যাপক ডঃ বিশ্বরূপ মুখোপাধ্যায় এবং খড়গপুর আইআইটি-র বরিষ্ঠ অধ্যাপক ডঃ সুমন চক্রবর্তী। এছাড়াও উপস্থিত ছিলেন মেদিনীপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সত্যরঞ্জন ঘোষ এবং কলেজ পরিচালন সমিতির সদস্যরা। উপস্থিত ছিলেন রাজ্য সরকারের ডিএসটি-বিটি‍’র নোডাল অফিসার ডঃ সঞ্জয় নাগ।

তাঁর বক্তব্যে মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস তুলে ধরেন তাঁর মন্ত্রক কীভাবে পশ্চিমবঙ্গে বিগত বছরে বিজ্ঞানের প্রসারে সদর্থক ভূমিকা নিয়েছে। তিনি বলেন রাজ্যে মেডিক্যাল রিসার্চের সম্প্রসারণে তাঁর মন্ত্রকের ভূমিকার কথা। রাজ্যের মন্ত্রী উজ্জল বিশ্বাস আরো বলেন যে অ্যালঝাইমার্স ও ডিমেনশিয়া রোগের নিরাময়ের উদ্দেশ্যে গঠিত প্রোজেক্টে তিনি বিশেষ অনুদানের ব্যবস্থাও করেছেন। বর্তমান সমাজে বিজ্ঞান মনস্কতার প্রয়োজনীয়তার কথা তিনি বিশেষভাবে তুলে ধরেন। এই কংগ্রেস সুষ্ঠভাবে আয়োজন করার জন্য তিনি মেদিনীপুর কলেজ কর্তৃপক্ষকে সাধুবাদ জানান।

এই আলোচনায় অংশ নিচ্ছেন রাজ্যের চারশো বাহান্ন জন বিজ্ঞানী, অধ্যাপক এবং গবেষক। পেপার প্রেজেন্ট করছেন তিনশো আঠারো জন গবেষক। একই সঙ্গে বারোটি হলে চলবে বিবিধ বিষয়ের পেপার প্রেজেন্টেশন।কংগ্রেসে থাকছে চারটি বিশেষ বক্তৃতা। প্রথম দিনে বক্তৃতা প্রদান করবেন আইজার কলকাতার বরিষ্ঠ অধ্যাপক ডঃ বিশ্বরূপ মুখোপাধ্যায় ও আইআইটি খড়্গপুরের অধ্যাপক ড. সুমন চক্রবর্তী। দ্বিতীয় দিনে বক্তৃতা প্রদান করবেন আইআইটি খড়্গপুরের অধ্যাপক ডঃ নীহার রঞ্জন জানা ও আইজার, কলকাতার অধ্যাপক অশোক কুমার নন্দ।