আলু পাচার রুখতে ওড়িশা সীমান্ত পরিদর্শনে মন্ত্রী

প্রতিনিধিত্বমূলক চিত্র

ভিন রাজ্যে আলু যাওয়া আটকাতে দৃঢ় মনোভাব নিয়েছে রাজ্য সরকার। মঙ্গলবার রাতে খড়্গপুর-বালেশ্বর জাতীয় সড়কে নারায়ণগড়ের বেলদা, দাঁতনের বামনপুকুর ও সোনাকোনিয়াতে তিনটি নাকা পরিদর্শন করেন রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না। নাকাতে যাতে কোনও খামতি না থাকে সে দিকে বিশেষ নজর এবার দেওয়ার নির্দেশ দেন পুলিশকে।

এদিন প্রথমে বেলদার শ্যামপুরাতে নাকা পরিদর্শন করার পর তিনি দাঁতনে যান। গাড়িতে কি বহন করা হচ্ছে নিজে খতিয়ে দেখেন। পুলিশের কাজে সন্তোষ প্রকাশ করেন মন্ত্রী। রাতেও নাকা তদারকির জন্য তিনি সোনাকোনিয়া এলাকায় থাকেন। মন্ত্রী জানান, রাতে থেকে উড়িষ্যা সীমান্ত এলাকা পরিদর্শন করব। কিছু ক্ষেত্রে অসাধু উপায়ে আলু পাচারের চেষ্টা চলছে বলে খবর আছে। পুলিশের কড়া পদক্ষেপে তা হচ্ছে না। কোথাও যাতে ফাঁক না থাকে তা দেখা হচ্ছে।