কলকাতা, ২০ ফেব্রুয়ারি: আজ, মঙ্গলবার মেট্রো বিভ্রাটে জেরবার তিলোত্তমা। অফিস টাইমের ব্যস্ত সময়ে দুর্ভোগে নাজেহাল নিত্যযাত্রীরা। যান্ত্রিক গোলোযোগে সকাল ১০টা ২০ থেকে আংশিকভাবে মেট্রো পরিষেবা বন্ধ হয়ে যায়। মেট্রো সূত্রে জানা গিয়েছে, আজ এসপ্ল্যানেড ও পার্কস্ট্রিট স্টেশনের মাঝে আচমকা ফ্ল্যাশ দেখা দেয়।
ফলে আগাম সাবধানতাবশতঃ কী কারণে বিদ্যুৎ স্ফুলিঙ্গ দেখা দিয়েছে, সেটা খতিয়ে দেখার জন্য তাৎক্ষণিকভাবে পরিষেবা বন্ধ রাখা হয়। অফিসে টাইমে দক্ষিণেশ্বর থেকে ময়দান অবধি মেট্রো পরিষেবা সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। পরে দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্ক অবধি পরিষেবা চালু করা হয়। প্রায় দেড় ঘন্টা এভাবে পরিষেবা ব্যাহত হয়। তবে ময়দান থেকে কবি সুভাষ অবধি মেট্রো পরিষেবা চালু রাখা হয়। দুপুর ১২টা নাগাদ পরিষেবা স্বাভাবিক হয়ে যায়।