• facebook
  • twitter
Thursday, 17 April, 2025

আজ শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক চাকরিহারাদের

শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করেন তাঁরা। চাকরিহারাদের আন্দোলনে সংহতি জানাতে বহু চিকিৎসক সহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ মিছিলে যোগদান করেন।

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ফাইল চিত্র।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশ্বাসের পরেও আন্দোলনের রাস্তা থেকে সরে দাঁড়াচ্ছেন না যোগ্য চাকরিহারাদের একাংশ। বুধবার রাজ্যজুড়ে ডিআই অফিস অভিযান কর্মসূচির পর বৃহস্পতিবার শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত মিছল করেছেন তাঁরা। এই আবহে আজ, শুক্রবার বিকাশ ভবনে চাকরিহারাদের নিয়ে জরুরি বৈঠক করবেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এই বৈঠকে উপস্থিত থাকবেন এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারও। দুপুর ২ টোর সময় এই বৈঠকটি শুরু হওয়ার কথা রয়েছে।

বুধবার কসবার ডিআই অফিসে চাকরিহারাদের উপর লাঠিচার্জ ও লাথি মারার ঘটনার নিন্দা করেছে সব মহল। যদিও পুলিশের দাবি, বিক্ষোভকারীরাই আগে হামলা চালিয়েছিলেন। পাশাপাশি সরকারি সম্পত্তিও নষ্ট করেন তাঁরা। এর জেরে ‘সামান্য বলপ্রয়োগ’ করতে বাধ্য হয় পুলিশ। চাকরিহারাদের ডিআই অফিসে অভিযানের প্রয়োজনিয়তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। যদিও বুধবারই পরপর কর্মসূচির ডাক দেয় চাকরিহারারা। বৃহস্পতিবার শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করেন তাঁরা। চাকরিহারাদের আন্দোলনে সংহতি জানাতে বহু চিকিৎসক সহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ মিছিলে যোগদান করেন।

বৃহস্পতিবার থেকেই এসএসসি ভবনের সামনে অনশনে বসেছেন ৪ জন চাকরিহারা। যোগ্যদের তালিকা সহ উত্তরপত্রের মিরর ইমেজ প্রকাশ করা না হলে অনশন চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। অন্যদিকে, আজ এসএসসি ভবন অভিযানের ডাক দিয়েছেন যোগ্য চাকরিহারারা। পাশাপাশি তাঁদের স্কুল পরিদর্শকের দপ্তরের সামনেও অবস্থানে বসার পরিকল্পনা রয়েছে। সেখান থেকে তাঁরা শিক্ষা দপ্তরে হওয়া বৈঠকে যোগদান করবেন। এই বৈঠকের নেতৃত্ব দেবেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেখানে থাকবেন চাকরিহারাদের আট জন প্রতিনিধি। এই বৈঠক কতটা ফলপ্রসূ হয় সেই দিকে তাকিয়ে সকলে।