শিলিগুড়ি শহর লাগােয়া মাটিগাড়া শিবানন্দ বেদান্ত আশ্রমের আবাসিক তথা বিশেষ চাহিদাসম্পন্ন লেখিকা শীলা বিশ্বাসের চিকিৎসার জন্য এগিয়ে এলেন বিভিন্ন মানুষ। রবিবার বিশিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসক ডা. শীর্ষেন্দু পাল ওই আশ্রমে গিয়ে শীলাদেবীর স্বাস্থ্য পরীক্ষা করেন। ডাক্তার পাল সেখানে বিনামূল্যে একটি চিকিৎসা শিবির করে ওষুধও বিলি করেন।
আন্তর্জাতিক বাংলা ভাষা ও সংস্কৃতি সমিতির শিলিগুড়ি শাখার সম্পাদক সজল কুমার গুহ ওই শিবিরের জন্য সহায়তা করেন। সজলবাবু শীলাদেবীর চিকিৎসার জন্য বিশেষ সহায়তা করছেন। স্থানীয় খবরের ঘণ্টার সম্পাদক বাপি ঘােষও প্রয়ােজনীয় সহায়তার হাত বাড়িয়ে দেন।
শিলিগুড়ি হায়দরপাড়ার বাসিন্দা তথা সঙ্গীত শিল্পী পালিত এবং তার এবং তার স্বামী কাঞ্চন পালিত শীলাদেবীর চিকিৎসার জন্য দু-হাজার টাকা অর্থ সাহায্য করেছেন। শিলিগুড়ি মহানন্দা পাড়ার গৃহবধূ কবিতা বনিক শীলাদেবীর চিকিৎসার জন্য এক হাজার টাকা অর্থ সাহায্য করেছেন।