ভিনরাজ্যে গণচিতার ছবি এসেছে সংবাদ মাধ্যমের কাছে। তবে বাংলার বুকে বড়সড় গণচিতার নজির ছিল না এতদিন। তবে সােমবার বিকেলে শিলিগুড়ির সাহুডাঙ্গি শ্মশানে জ্বললাে এসাথে ৪৯ টি করােনায় নিহতদের লাশ।
এই মৃতদেহ গুলি শিলিগুড়ি সহ দার্জিলিং-কুচবিহার-জলপাইগুড়ি জেলার লাশ। গত ৩ দিনে ৩৯ টি মৃত্যুর ঘটনা ঘটেছে শিলিগুড়িতে। শ্মশানে শ্মশানে মৃতদেহের দীর্ঘ লাইন। বৈদ্যুতিক চুল্লিতে একটানা দেহ সৎকারে অপারগ। তার উপর সাম্প্রতিক সময়কালে আবহাওয়ার অবনতি।
তাই করােনায় নিহতদের মৃতদেহ নিয়ে গত সােমবার বিকেলে শিলিগুড়ির সাহুডাঙ্গি শ্মশানে জ্বললাে ৪৯ টি মৃতদেহ। নিহতদের নিকটাত্মীয়রা এম্বুলেন্সে বিপুল খরচ মিটিয়ে শেষকৃত্যে সাক্ষীও থাকলেন।
এই মুহুর্তে সারা দেশে করোনায় আক্রান্ত ৪ লক্ষের কাছাকাছি। এই বাংলায় ২০ হাজারের কাছাকাছি। মারাও যাচ্ছেন দৈনিক শতাধিক ব্যক্তি এই বাংলার বুকে।