• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

৮ মার্চ প্রথম দু’দফার প্রার্থী তালিকা ঘােষণা বামফ্রন্টের

৮ মার্চ প্রার্থীতালিকা ঘােষণা বামফ্রন্টের। আলিমুদ্দিন সূত্রে খবর, প্রথম দু'দফায় ৬০ আসনের মধ্যে নিজেদের ভাগে থাকা আসনগুলির প্রার্থী তালিকা ঘােষণা করবে।

প্রতিকি ছবি (File Photo: iStock)

৮ মার্চ প্রার্থীতালিকা ঘােষণা করতে চলেছে বামফ্রন্ট। আলিমুদ্দিন সূত্রের খবর, প্রথম দু’দফায় ৬০ আসনের মধ্যে নিজেদের ভাগে থাকা আসনগুলির প্রার্থী তালিকা ঘােষণা করবে বামফ্রন্ট।

শরিকদের ভাগের আসনগুলিতে কংগ্রেস এবং আইএসএফ নিজেদের মতাে করে প্রার্থী ঘােষণা জানা গেছে, এবারে প্রার্থী হতে চলেছেন রাজ্যের প্রাক্তন হেভিওয়েট মন্ত্রী সুশান্ত ঘােষ। তিনি লড়তে পারেন শালবনি আসন থেকে।

প্রার্থীতালিকায় জায়গা পাচ্ছেন তপন ঘােষ, দেবলীনা হেমব্রম, তাপস সিনহাও। আর্কে প্রাক্তন মন্ত্রী তপন ঘােষ প্রার্থী হচ্ছেন গড়বেতায়। আদিবাসী নেত্রী দেবলীনা হেমব্রম প্রার্থী হচ্ছেন রানিবাঁধ কেন্দ্র থেকে, নির্বাচনে লড়ছেন না সিপিএমের রাজ্য সম্পাদক সুর্যকান্ত মিশ্র।

তাঁর পরিবর্তে নারায়ণগড় কেন্দ্রে প্রার্থী হচ্ছেন ডিওয়াইএফআইয়ের প্রাক্তন সাধারণ সম্পাদক তাপস সিনহা। ঝাড়গ্রাম কেন্দ্রে প্রার্থী হতে পারেন মধুজা সেনরায়। পাশকুড়ায় বর্তমান বিধায়ক ইব্রাহিম আলিকেই প্রার্থী করা হতে পারে।