নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর: বৃহস্পতিবার সবং ব্লকে রাজ্য তৃণমূল কংগ্রেসের ঘোষিত কর্মসূচি দশই মার্চ জন- গর্জন সভার প্রস্তুতি হিসাবে . সবং এর বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী ডাক্তার মানস ভুঁইয়ার নির্দেশে ১১ নম্বর মোহাড় অঞ্চলের কাটাখালি বাস স্ট্যান্ড থেকে ১২ নম্বর বুড়াল অঞ্চলের অর্জুনতলা পর্যন্ত প্রায় চার কিলোমিটার পদযাত্রা ও মিছিলের আয়োজন করা হয়। এই পদযাত্রা ও মিছিল মহা মিছিলের রূপ ধারণ করে। অগনতি মানুষ রাস্তায় দুই ধারে দাঁড়িয়ে থেকে এই সুসজ্জিত মিছিল কে উপভোগ করেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ১০০ দিনের কাজের বকেয়া টাকা পাওয়ায় মানুষ ওই মিছিলে শামিল হয়ে ছিলেনএবং লক্ষী ভান্ডার, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা ব্যক্তিগত বেনিফিট পাওয়ায় মানুষ অতি উৎসাহে উপস্থিত হয়েছিলেন। একটা সময় এমন অবস্থা দাঁড়ায় পায়ে পা মিলানোর জায়গা ছিল না। এই মিছিল থেকে গর্জন উঠেছে ১০ই মার্চ ব্রিগেড এর জন গর্জন সভায় চলো। মিছিল যদি সবংয়ে ট্রেলার হয় তাহলে ১০ই মার্চ হবে পিকচার। হাজার হাজার মানুষ কে নিয়ে, বৃহস্পতিবারের এই মিছিলে আওয়াজ উঠেছে ঘাটাল লোকসভা কেন্দ্রে দেবকে বিপুল ভোটে জয়ী করতে হবে। তৃণমূল কংগ্রেসের ঘাটাল সাংগঠনিক জেলার পক্ষ থেকে এই প্রথম সবংয়ে দেবের সমর্থনে মিছিল হল। এবং তাতে লক্ষীর ভান্ডার বার্ধক্য, বিধবা ভাতা, একশ দিনের মানুষের ন্যায্য টাকা বাংলার মুখ্যমন্ত্রী দিয়েছে তার প্রতিফলন, মায়েরা বোনেরা বয়স্ক মানুষ ছাড়া পায়ে পা মিলিয়েছে বহু সাধারণ মানুষ, যুব কর্মীদের কন্ঠ থেকে আওয়াজ বেরিয়েছে। বিজেপি হটাও দেশ বাঁচাও। এই মিছিলে নেতৃত্ব দেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ও পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শেখ আবু কালাম বক্স, তৃণমূল কংগ্রেসের জেলা কমিটির সহ-সভাপতি বিকাশ ভুঁইয়া, সাধারণ সম্পাদক তরুণ মিশ্র, পঞ্চায়েত সমিতির সভানেত্রী মৌসুমী দাস ,সহ-সভাপতি বাদল বেরা, যুব সভাপতি নিশিকান্ত কর, প্রতিটি অঞ্চলের সভাপতি এবং প্রধান এবং ব্লক কমিটির নেতৃত্বরা উপস্থিত হয়েছিলেন।