মুকুল রায়ের হাত ধরে ভাঙন শুরু হয়েছিল পদ্ম শিবিরে। এবার অর্জুনের হাত ধরে আবারও ভাঙনের মুখে বঙ্গ বিজেপি!
মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই ইঙ্গিত মিলল বারাকপুরের সাংসদ অর্জুন সিং এর গলায়। অর্জুন বলেন , ওয়েট অ্যান্ড সি। আরও অনেকে আসবে।
যদিও আরও অনেকে বলতে কার কথা বলছেন, তা স্পষ্ট করেননি ব্যারাকপুরের এই দাপুটে নেতা। তবে জল্পনায় অনেকের সঙ্গে বিষ্ণুপুরের সাংসদের নামও উঠেছে।
যদিও বিষয়টি এড়িয়ে গিয়ে হাসির ছলে অর্জুনের মন্তব্য, সৌমিত্র আমার ভাই। এখনই কিছু বলা ঠিক হবে না।
তাহলে কি সৌমিত্রর পদ্ম-ত্যাগের ইঙ্গিত দিলেন অর্জুন! এমনই প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে।
বর্তমানে বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ অনেকটাই লাইমলাইটের বাইরে। অর্জুনের দলত্যাগের পরদিন হঠাৎ করেই রাঢ় অঞ্চলকে পৃথক রাজ্য করার দাবি নিয়ে ক্যামেরার সামনে আসেন সৌমিত্র খাঁ।
যদিও বিজেপি রাজ্যভাগ সমর্থন করে না বলে আগেই । দাবি জানিয়েছেন বঙ্গ বিজেপি নেতৃত্ব ।
তারপরেও দলের লাইন থেকে সরে গিয়ে বিষ্ণুপুরের বিধায়কের পৃথক রাজ্যের দাবিতে সরব হওয়ার ঘটনা তাৎপর্যপূর্ণ বলেই দাবি রাজনৈতিক মহলের।
ফলে অর্জুনের পর কি এবার সৌমিত্রর পালা? এমনই জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।
যদিও এখন তৃণমূলে যাওয়ার জল্পনা একেবারে নাকচ করে দিয়েছেন সৌমিত্র খাঁ। তাঁর পালটা দাবি, অভিষেকের অধীনে তৃণমূল করব না।