মানিককে হাইকোর্টের নির্দেশ, গোটা পরিবারের সম্পত্তির হিসাব দিতে হবে

কলকাতা হাইকোর্টের নির্দেশ টেট মামলায় তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য এবং তার গোটা পরিবারের সম্পত্তির হিসেব দিতে হবে আগামী দুই সপ্তাহে।

গতকাল মানিক ভট্টাচার্য হাইকোর্টে হাজিরা দেন তৃণমূল বিধায়ক তথা সদ্য প্রাথমিক শিক্ষক পর্ষদের সভাপতি। তাকে প্রাথমিক শিক্ষক পর্ষদের সভাপতি পদ থেকে অপসারিত করার রায় দেয় কলকাতা হাইকোর্ট।

বিচারপতির বলেন, আপনি যেহেতু বিধানসভার সদস্য, তাই কাঠগড়ায় তুলছি না।


মানিক ভট্টাচার্যকে তার জন্মতারিখ, পরিচয় ইত্যাদি জানার পর আদালত নির্দেশ দেন, আগামী সপ্তাহ দুয়েকের ভেতর তার সম্পত্তি সংক্রান্ত সমস্ত তথ্য হলফনামা দিয়ে জানাতে হবে।

শুধু তার নয় সঙ্গে স্ত্রী, পুত্র এমনকি, বউমার নামে কত কি সম্পত্তি রয়েছে, তার তথ্যও তাকে দিতে হবে। যা জমা দেওয়ার শেষ তারিখ ৫ই জুলাই।

ভবিষ্যতে আর কোনো সম্পত্তি হিসেবে দাবি করতে পারবেন না বলেও জানায় আদালত। সুতরাং হলফনামায় উল্লেখিত তথ্যকে সঠিক হতে হবে।