সিটি গোল্ডের হারে লেগে ছিটকে গেল গুলি, ব্যান্ডেলে বরাত জোরে রক্ষা পেলেন গৃহবধূ

প্রতীকী চিত্র।

গলায় থাকা সিটি গোল্ডের হারের জন্য প্রাণ বাঁচল এক গৃহবধূর। মদ্যপ স্বামীর ছোঁড়া গুলি সেই হারে লেগে ছিটকে বেরিয়ে যায়। বরাত জোরে রক্ষা পান ওই মহিলা। ঘটনাটি ঘটেছে ব্যান্ডেলের মানসপুরে। জখম ওই মহিলা চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে চিকিৎসাধীন।

ওই গৃহবধূর নাম কালা মালি। অভিযুক্ত স্বামীর নাম কিষাণ মালি। তিনি পেশায় অটোচালক। পুলিশ সূত্রে খবর, প্রায়ই মদ্যপ অবস্থায় বাড়ি ফিরে কালাকে মারধর করতেন কিষাণ। মঙ্গলবার সন্ধ্যা সাতটা নাগাদ কিষাণ বাড়িতে ঢোকেন। সেই সময় তাঁর স্ত্রী কালা মালি ছেলের সঙ্গে বাড়িতেই ছিলেন। বাড়িতে ঢুকেই স্ত্রীকে লক্ষ্য করে গুলি চালান কিষাণ। গুলি চালিয়েই বাড়ি থেকে পালিয়ে যান তিনি। সঙ্গে সঙ্গে গৃহবধূকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানান, গলায় থাকা হার ছুঁয়ে গুলি বেরিয়ে গিয়েছে। হারটা না থাকলে ওই গৃহবধূকে বাঁচানো কঠিন হয়ে যেত।

মঙ্গলবার রাতেই অভিযুক্তকে আটক করে পুলিশ। আগ্নেয়াস্ত্রটিও উদ্ধার করা হয়েছে। জখম গৃহবধূ বলেন, ‘রোজই বলত মেরে দেবে। আজ সন্ধেবেলা ছেলের সঙ্গে বাড়িতে ছিলাম। হঠাৎ করে বন্দুক বের করল,গুলি চালিয়ে পালিয়ে গেল। আমার গলায় সিটি গোল্ডের চেন ছিল। তাতে লেগে গুলি বেরিয়ে যায়। ভাগ্যের জোরে বেঁচে যাই।’ জানা গিয়েছে, কিষাণ মালি কালা মালির দ্বিতীয় পক্ষের স্বামী। তাঁর প্রথম পক্ষের স্বামী খড়গপুরে থাকেন। প্রথম পক্ষের একটি মেয়েও রয়েছে তাঁর। আট বছর আগে কিষাণের সঙ্গে কালা ব্যান্ডেলে এসে থাকতে শুরু করেন।


চন্দননগরের পুলিশ কমিশনার অমিত পি জাভালগি জানিয়েছেন, অভিযুক্তকে পাকড়াও করা হয়েছে। তিনি আগ্নেয়াস্ত্রটি কোথা থেকে পেলেন তা জানার চেষ্টা চালানো হচ্ছে।