চার মেয়েকে নিয়ে চোরাপথে বাংলাদেশে ফেরার পথে গ্রেপ্তার এক ব্যক্তি

প্রতীকী ছবি।

চার মেয়েকে নিয়ে চোরাপথে বাংলাদেশে ফেরার চেষ্টা করছিল এক ব্যক্তি। তবে তাদের পরিকল্পনা সফল হয়নি। সীমান্ত পেরোনোর আগেই শনিবার সকালে বনগাঁ থানার পুলিশ তাদের গ্রেপ্তার করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধৃত চার মেয়ের নাম আসমা মৃধা, পুন্নি মৃধা, রিয়া মৃধা এবং আলিজা কুরেসি। তারা কয়েক বছর আগে চোরাপথে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে। পরে দিল্লিতে বসবাস শুরু করে। সেখানেই তৈরি করা হয় ভারতীয় পরিচয়পত্র । চারজনের মধ্যে একজন বিবাহিত এবং তার একটি সন্তানও রয়েছে বলেও জানা গিয়েছে।

বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা, সংখ্যালঘুদের উপর নির্যাতন এবং সীমান্ত এলাকায় জঙ্গি অনুপ্রবেশের মতো ঘটনায় চাপ বাড়ছে। এই পরিস্থিতিতে কয়েকদিন আগে নান্নু মৃধা নামে এক ব্যক্তি চোরাপথে ভারতে প্রবেশ করে। দিল্লি থেকে মেয়েদের নিয়ে এসে তিনি পরিকল্পনা করেছিলেন চোরাপথেই তাদের বাংলাদেশে ফিরিয়ে নিয়ে যাওয়ার।


শনিবার সকালে বনগাঁ-বাগদা সড়কের পাশে তাদের সন্দেহজনক অবস্থায় দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে বনগাঁ থানার পুলিশ সেখানে যায়। পুলিশি জিজ্ঞাসাবাদে কথায় একাধিক অসঙ্গতি ধরা পড়ে। তাদের কাছে পাওয়া পরিচয়পত্রগুলো ভুয়ো বলে সন্দেহ করছেন তদন্তকারীরা। পরে তাদের গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয়।

জেরায় নান্নু মৃধা স্বীকার করেন, তাদের বাড়ি বাংলাদেশের ঝালকাঠি জেলার নলছিটি এলাকায়। তিনি মেয়েদের ফেরানোর জন্য চোরাপথে ভারতে এসেছিলেন। বর্তমানে পুলিশ তাদের দিল্লিতে অবস্থান এবং পরিচয়পত্র তৈরির বিষয়টি খতিয়ে দেখছে।