• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

বিমান বিভ্রাটে মমতা

বারাণসী থেকে ফেরার সময় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিমান বিভ্রাট।হঠাৎ করে এয়ার টার্বুলেন্স-এ অ্যাম্বুলেন্সে পড়ে যায় বিমানটি।

বারাণসী থেকে ফেরার সময় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিমান বিভ্রাট। হঠাৎ করে এয়ার টার্বুলেন্স-এ অ্যাম্বুলেন্সে পড়ে যায় বিমানটি। বিমানটি নির্দিষ্ট উচ্চতা থেকে নেমে আসে।

যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। মুখ্যমন্ত্রীও আতঙ্কিত হয়ে পড়েন। ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী এই ব্যাপারে জানতে চান যে রুট ক্লিয়ারেন্স নেওয়া হয়েছিল কিনা।

এই ঘটনার কারণে দুঃখ প্রকাশ করে পরবর্তীকালে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে যে, হঠাৎ করে আকাশে ওই জায়গায় সাময়িকভাবে আবহাওয়ার অবনতি হয়।

এবং খুব অল্প সময়ের জন্য ঘূর্ণিঝড়ের মতো পরিস্থিতি তৈরি হওয়ার ফলে বিমানটি নির্দিষ্ট উচ্চতা থেকে নেমে আসে। রুট ক্লিয়ারেন্স নেওয়া হয়েছিল বলে জানান তারা।

প্রসঙ্গত উল্লেখ্য, মুখ্যমন্ত্রী যে বিমানে আসছিলেন তাতে মোট দশটি আসন ছিল এবং রাজ্য সরকার ওই বিমানটি ভাড়া নিয়েছিল।