এবার মহালয়াতে মুক্তি পাচ্ছে মমতার গানের অ্যালবাম ‘অঞ্জলি’

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা ও সুরে গানের অ্যালবাম প্রকাশিত হচ্ছে মহালয়ার দিনেই। সম্প্রতি তৃণমূল নেতা কুণাল ঘোষ মুখ্যমন্ত্রীর এই অ্যালবাম প্রকাশের কথা প্রকাশ্যে এনেছেন। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। মমতার পুজোর অ্যালবাম ‘অঞ্জলি’-র গান এবার শোনা যাবে রাজ্যের বিভিন্ন প্রান্তে, এমনকি পুজো প্যান্ডেলেও।

এব্যাপারে তৃণমূল মুখপাত্র কুণাল এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন। আগামী বুধবার দেবীপক্ষের সূচনাতেই মমতা বান্দ্যোপাধ্যায়ের পুজোর অ্যালবাম মুক্তি পাবে। মুখ্যমন্ত্রী প্রতিটি গান লিখেছেন এবং সুর করেছেন। অ্যালবামে মোট দশটি গান রয়েছে। সেই গানগুলি গেয়েছেন, ইন্দ্রনীল সেন, নচিকেতা চক্রবর্তী, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, বাবুল সুপ্রিয়, রাঘব চট্টোপাধ্যায়, অদিতি মুন্সিরা।

কুণাল এদিন এক্স পোস্টে লেখেন,’মহালয়ার দুপুরে নজরুল মঞ্চে ”জাগো বাংলা” উৎসব সংখ্যা প্রকাশের সঙ্গেই উদ্বোধন হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা ও সুরে গানের অ্যালবাম ”অঞ্জলি”র। গেয়েছেন ইন্দ্রনীল, নচিকেতা, শ্রীরাধা, বাবুল, রাঘব, দেবজ্যোতি, সুজয়, ঐতিহ্য, তৃষা, অদিতি। মোট দশটি গান থাকছে।’


এদিকে রাজ্যজুড়ে আর জি কর আবহের জেরে মমতার এই গানের অ্যালবাম প্রকাশ নিয়ে রাজ্যজুড়ে যথেষ্ট বিতর্কের সৃষ্টি হয়েছে। কুণালের এই পোস্টকে ঘিরে অনেকেই কটাক্ষ করতে ছাড়েননি। একজন কটাক্ষ করে বলেন, ‘হ্যাঁ আপনাদের উৎসব পালন করার হিড়িক উঠেছে আপনারা উৎসব পালন করুন। অবাক হচ্ছি না অবশ্য, এত কিছুর মধ্যেও মাননীয়া এতগুলো গান লিখে ফেললেন কখন? আবার এত মহান গায়ক গায়িকারা গেয়েও ফেললেন সেই গান! অবাক হচ্ছি না মোটেও, অবাক হওয়ার কথাও না। অবাক আদতে কি সেটাই তো আপনাদের দৌলতে ভুলে গেছি।’

আরেকজন লেখেন, ‘সেই মঞ্চে চিতাতেই সব শেষ গানটাও একবার সবাই মিলে গেয়ে উঠুন, যদি তাতে অন্তত আপনাদের মনুষ্যত্ব জাগরিত হয়! জাগো বাংলা উদ্বোধন করার থেকে এখন অনেক বেশি দরকার আপনাদের বিবেক মনুষ্যত্বকে জাগরণ করার! সেটা করুন আগে।’ তৃতীয় ব্যক্তি লেখেন, ‘অগ্রিম শুভেচ্ছা, অভিনন্দন রইল।’