পাখির চোখ ছাব্বিশের বিধানসভা নির্বাচন। তার আগে মাস্টারস্ট্রোক মমতা-অভিষেকের। চলতি বছরেই ১১ লক্ষ পরিবার পাবে আবাসের প্রথম কিস্তির অর্থ। শাসকদল তৃণমূলের দীর্ঘদিনের অভিযোগ, কেন্দ্রের আবাস যোজনা খাতে বাংলার প্রাপ্য ৮ হাজার ২০০ কোটি টাকা ২ বছরেরও বেশি সময় ধরে আটকে রেখেছে মোদী সরকার। সেই মতো চলতি বছরের লোকসভা নির্বাচনী প্রচার থেকে আবাস যোজনার টাকা সংক্রান্ত বড় ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানিয়েছিলেন, আবাসের টাকা দেবে রাজ্যই। এবার তাতেই সিলমোহর দিলেন মুখ্যমন্ত্রী।