• facebook
  • twitter
Thursday, 27 March, 2025

আজ লন্ডনে মমতার শিল্প-বৈঠক, আগ্রহী ব্রিটিশ বণিকমহল

গত ফেব্রুয়ারি মাসে নিউ টাউনে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের আসর বসেছিল। সেখানে বিভিন্ন দেশের সঙ্গে ব্রিটেনের শিল্পমহলের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে (বিজিবিএস) প্রতি বছরই দেশ-বিদেশের শিল্পপতি, বণিকসভার প্রতিনিধিরা থাকেন। কিন্তু সেই সম্মেলনের সূত্র ধরে বিদেশে গিয়ে সংশ্লিষ্ট শিল্পমহলের সঙ্গে কোনও বৈঠক অতীতে হয়নি। মঙ্গলবার লন্ডনে তেমনই বৈঠক করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যে বৈঠকের উদ্যোক্তা ইউকে ইন্ডিয়া বিজনেস কাউন্সিল, ফিকি এবং পশ্চিমবঙ্গ শিল্পোন্নয়ন নিগম।

গত ফেব্রুয়ারি মাসে নিউ টাউনে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের আসর বসেছিল। সেখানে বিভিন্ন দেশের সঙ্গে ব্রিটেনের শিল্পমহলের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। লন্ডনে তাঁদের সঙ্গেই বৈঠক করবেন মমতা। মঙ্গলবার লন্ডনের স্থানীয় সময় দুপুর ২টোয় (ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায়) সেন্ট জেমস কোর্ট হোটেলে ১ নম্বর এডওয়ার্ডিয়ান হলে এই বৈঠক বসবে। বাকিংহাম প্যালেসের অদূরে এই হোটেলেই রয়েছেন মমতা। এর আগেও লন্ডন সফরের সময়ে সেন্ট জেমস কোর্টেই ছিলেন তিনি।

ইউকে ইন্ডিয়া বিজনেস কাউন্সিলের তরফে ফেব্রুয়ারির বিজিবিএসে হাজির ছিলেন লর্ড ডেভিস-সহ বিলেতের একাধিক প্রথম সারির শিল্পপতি। মঙ্গলবারের বৈঠকেও তাঁরা থাকবেন বলে খবর। বাংলার সঙ্গে বাণিজ্যিক সেতুবন্ধনে বিলেতের শিল্পমহল মূলত পাঁচটি বিষয়ে আগ্রহ প্রকাশ করছেন। সেগুলি হল পুনর্নবীকরণযোগ্য শক্তি, পরিকাঠামো, কৃষি, দক্ষতা এবং সৃজনশীল ক্ষেত্র।

বাংলায় বিনিয়োগ টানার উদ্দেশ্যে ২০২৩ সালের সেপ্টেম্বরে স্পেন এবং দুবাই সফরে গিয়েছিলেন মমতা। মাদ্রিদ, বার্সেলোনা, দুবাইয়ের শিল্পবৈঠক থেকে সে দেশের শিল্পপতিদের পরবর্তী বিজিবিএসে (২০২৪) আমন্ত্রণ জানিয়ে এসেছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু এবারই প্রথম বিজিবিএসের দেড় মাসের মধ্যে তারই সূত্র ধরে ব্রিটেনের শিল্পপতিদের সঙ্গে বৈঠক করতে চলেছেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার সেই বাণিজ্য বৈঠকের পরে বুধবার সরকারি স্তরেও (জি টু জি) শিল্প সংক্রান্ত বৈঠক হওয়ার কথা লন্ডনে।

মুখ‍্যসচিব মনোজ পন্থ, শিল্পসচিব বন্দনা যাদব, মুখ‍্যমন্ত্রীর নিরাপত্তা প্রধান পীযূষ পাণ্ডে এবং মুখ‍্যমন্ত্রীর প্রিন্সিপাল সচিব গৌতম সান্যাল মমতার সঙ্গে রয়েছেন। কলকাতা থেকে একই উড়ানে এসেছিলেন শিল্পপতি সত‍্যম রায়চৌধুরী এবং উমেশ চৌধুরী। দুবাই থেকে যোগ দেন শিল্পপতি উজ্জ্বল সিন্‌হা এবং মেহুল মোহানকা। লন্ডনে পৌঁছেছেন রিলায়‍্যান্সের প্রেসিডেন্ট তরুণ ঝুনঝুনওয়ালা, শিল্পপতি সিকে ধানুকা, সঞ্জয় বুধিয়াও। তাঁরাও  বাণিজ্য বৈঠকে থাকবেন বলে জানা গিয়েছে।

News Hub