• facebook
  • twitter
Friday, 22 November, 2024

মানা হবে না কেন্দ্রের শর্ত, আবাসের বাড়ি দেওয়ার ক্ষেত্রে ‘মানবিক’ হওয়ার নির্দেশ মমতার

আবাস যোজনা নিয়ে কেন্দ্রের সঙ্গে রাজ্যের বিবাদ নতুন নয়। এই প্রকল্প নিয়ে দুর্নীতির অভিযোগ তুলে রাজ্যের জন্য বরাদ্দ আবাস যোজনার টাকা পাঠানো বন্ধ করে দিয়েছে কেন্দ্র। এই নিয়ে বারবার প্রতিবাদ জানিয়েছে শাসক দল। কিন্তু তাতে কোনও লাভ হয়নি।

নবান্নে আবাস যোজনা নিয়ে বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কেন্দ্রের চাপানো শর্ত মেনে নয়, রাজ্যে আবাস যোজনার বাড়ির জন্য অর্থ বিলির ক্ষেত্রে মানবিক দৃষ্টিভঙ্গি দিয়ে বিচার করবে সরকার। মঙ্গলবার মন্ত্রীদের এই নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  পাশাপাশি ঘূর্ণিঝড় দানা’র কারণে বাংলার ক্ষতিগ্রস্ত জেলাগুলি পরিদর্শন করার জন্য কৃষিমন্ত্রী ও পঞ্চায়েতমন্ত্রীকে নির্দেশ দেন তিনি। কালীপুজো মিটলে জেলায় জেলায় যাবেন মন্ত্রীরা।
মঙ্গলবার রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী প্রদীপ মজুমদার ও কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়কে নিয়ে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী। এই উচ্চ পর্যায়ের বৈঠকে শস্য বিমা ও আবাস যোজনার অর্থ বিলির শর্ত নিয়ে আলোচনা করা হয়। এই আলোচনার সময়ই মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, বাংলা আবাস প্রকল্পের জন্য কেন্দ্রীয় শর্ত লাগু করা হবে না। মঙ্গলবার ১ ঘণ্টা ধরে এই মিটিং চলে।
ঘূর্ণিঝড় দানা’র ক্ষয়ক্ষতি প্রসঙ্গে বলতে গিয়ে মমতা বলেন, ‘কৃষকদের কোনওভাবে বঞ্চনা করা যাবে না। বিমা কোম্পানিগুলোর সঙ্গে আলোচনায় বসতে হবে। কৃষকদের শস্য বিমা যোজনা পাওয়া থেকে যেন বঞ্চিত করা না হয় তা নিশ্চিত করতে হবে।’ গরিব ও ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে থাকার বার্তা দেন মমতা। তিনি জানান, ক্ষতিগ্রস্ত সকলকেই ক্ষতিপূরণ দিতে হবে। মমতা আরও বলেন, ‘কোনও পার্সেন্টেজ না হলে দেব না এই সব যেন না হয়। আমাদের মানুষের পাশে দাঁড়াতে হবে।’ নবান্ন সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত ৬১ লক্ষ ৫৫ হাজার কৃষক শস্য বিমার জন্য আবেদন করেছেন। ঘূর্ণিঝড় দানা’র কারণে এখনও পর্যন্ত ৯ লক্ষ ৩ হাজার ৮৪৩ জন কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে।
পাশাপাশি আবাস যোজনা নিয়েও একাধিক নির্দেশ দিয়েছেন মমতা। বাড়ির জন্য অর্থ বিলির সময় যেন মানবিকভাবে বিচার করা হয়। তাঁর কথায়, ‘বাংলা আবাস যোজনা নিয়ে কেন্দ্রীয় সরকারের নিয়ম মানছি না। একটা স্কুটার থাকলে পাবে না এই সব যেন না হয়। বাংলার সরকার মানবিক। এই বার্তা দিতে হবে মানুষদের।’
আবাস যোজনা নিয়ে কেন্দ্রের সঙ্গে রাজ্যের বিবাদ নতুন নয়। এই প্রকল্প নিয়ে দুর্নীতির অভিযোগ তুলে রাজ্যের জন্য বরাদ্দ আবাস যোজনার টাকা পাঠানো বন্ধ করে দিয়েছে কেন্দ্র। এই নিয়ে বারবার প্রতিবাদ জানিয়েছে শাসক দল। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। অবশেষে রাজ্য সরকারের তরফেই আবাস যোজনার টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়। এবার এই অর্থ বিলির সময় কেন্দ্রের শর্ত মানা হবে না বলে জানিয়ে দিলেন মমতা।
এদিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ‘আবাস যোজনার তালিকা ভুলে ভরা। ১৭টা টিম পাঠিয়েছিল ভারত সরকার। তাতে দেখা গিয়েছে, অযোগ্যরা আবাসের টাকা পেয়েছে, যোগ্যরা পায়নি।’ শুভেন্দুর তোলা অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, ‘দু-একটি বিভ্রান্তি থাকলে কেটে যাবে। এই প্রকল্প বন্ধ করার জন্য অপপ্রচার চালাচ্ছে কেন্দ্র। ওঁরা টাকা দেবে বলেছিল। কিন্তু দেয়নি, মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন। তাই বাধা দেওয়া হচ্ছে।’