• facebook
  • twitter
Wednesday, 30 October, 2024

রবিবারের বদলে সােমবার শপথ মমতার মন্ত্রিসভার

রাজ ভবন সূত্রে খবর, সােমবার সকাল ১১ টায় রাজভবনে মন্ত্রিদের শপথবাক্য পাঠ করাবেন রাজ্যপাল জগদীপ ধনকর। কোভিডের জন্য এবারও সংক্ষিপ্ত হবে শপথ অনুষ্ঠান।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Photo: IANS)

প্রথমে কথা ছিল রবিবার সকাল ১১-১৫ মিনিটে শপথ নেবেন রাজ্য মন্ত্রিসভার সদস্যরা। কিন্তু সেই সূচিতে বদল ঘটল। রাজ ভবন সূত্রে খবর, সােমবার সকাল ১১ টায় রাজভবনে মন্ত্রিদের শপথবাক্য পাঠ করাবেন রাজ্যপাল জগদীপ ধনকর। কোভিডের জন্য এবারও সংক্ষিপ্ত হবে শপথ অনুষ্ঠান।

সােমবারই নবান্নে প্রথম মন্ত্রিসভার বৈঠক হবে। মূল দফত্রগুলি সেদিনই বন্টন করা হবে বলে জানা গিয়েছে। রাজভবন সূত্রে খবর, সােমবার শপথ নেবেন ক্যাবিনেট পর্যায়ের মন্ত্রীরা। বাকি প্রতিমন্ত্রীদের শপথ পরে হতে পারে।

এদিন মােট ৪৪ জন মন্ত্রী শপথ নেওয়ার কথা। তবে এদের মধ্যে কোন দফতর পাবেন, সেটা নবান্নেই স্থির হতে চলেছে। রাজ্য মন্ত্রিসভায় পুরনােদের পাশাপাশি অনকে নতুন মুখও থাকবে বলে সূত্রের খবর। সােমবার শপথ নেওয়ার পরপরই দুপুর তিনটের সময়। নতুন মন্ত্রীদের নিয়ে আলােচনায় বসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।