পাহাড় সফরের আগে ‘ট্যাব অনিয়ম’ নিয়ে বড় পদক্ষেপ মমতার

প্রতিনিধিত্বমূলক চিত্র

পাহাড় সফরে যাওয়ার আগে ট্যাব নিয়ে অনিয়মের অভিযোগে তদন্তের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পড়ুয়াদের ট্যাবের টাকা নিয়ে অনিয়মের অভিযোগ সামনে আসতেই পদক্ষেপ করলেন তিনি। এই নিয়ে বৃহস্পতিবারই শিক্ষা দপ্তরের সচিবকে নির্দেশিকা পাঠিয়েছে মুখ্যসচিব মনোজ পন্থ। শিক্ষা দপ্তরের সচিবের কাছ থেকে চাওয়া হয়েছে পূর্ণাঙ্গ রিপোর্ট।

পন্থের জারি করা নির্দেশে বলা হয়েছে, কীভাবে এটা ঘটল, তা জানাতে হবে। এছাড়া হ্যাকের ফলে যাদের টাকা অন্য অ্যাকাউন্টে চলে গিয়েছে, তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অবিলম্বে টাকা পাঠাতে হবে। চলতি মাসের ১১ তারিখে মমতার দার্জিলিঙে পৌঁছানোর কথা আছে। তাঁর আগে এই রকম গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী।

২০২৩ সালের ডিসেম্বর মাসে শেষবার পাহাড়ে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। চলতি সফরে তিনি দার্জিলিঙে সরস মেলার উদ্বোধন করতে চলেছেন। ম্যালের চৌরাস্তায় টানা ১১ দিন চলবে এই মেলা। রাজ্যের বিভিন্ন প্রান্তের হস্তশিল্পীরা এই মেলায় যোগ দেবেন। সরস মেলা সহ একগুচ্ছ কর্মসূচি রয়েছে মমতার। এর মধ্যে রয়েছে সবথেকে গুরুত্বপূর্ণ হল জিটিএ প্রতিনিধিদের সঙ্গে বৈঠক। এই সফরকালে তিনি দার্জিলিং ও কালিম্পং জেলা প্রশাসনের সঙ্গেও বেঠক করবেন।


প্রসঙ্গত, বর্তমান জিটিএ পরিচালনার ক্ষেত্রে অনীত থাপার গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চাকে সহায়তা করছে তৃণমূল। রাজ্যের উদ্যোগে পাহাড়ে একাধিক উন্নয়নমূলক প্রকল্প চলছে, যার প্রস্তাব রেখেছেন অনীতরাই। জিটিএ–র সঙ্গে বৈঠকে আগামীদিনের উন্নয়নের রূপরেখা তৈরি হবে বলে আশা করা হচ্ছে। ১৪ নভেম্বর কলকাতায় ফেরার কথা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের।

গত লোকসভা নির্বাচনেও তৃণমূল কংগ্রেসকে হতাশ করেছে পাহাড়। নির্বাচনের রেজাল্টের পর এটাই হল মুখ্যমন্ত্রীর প্রথম পাহাড় সফর। তাই রাজনৈতিকভাবে এই সফর বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। পাহাড়ে তিন পুরসভার বকেয়া নির্বাচনে তাঁর দলের অবস্থান নিয়েও এবার আলোচনা হতে পারে।