টেরিটোরিয়াল গোর্খা অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ)-এর নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেছে অনীত থাপার নেতৃত্বে গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা।
জিটিএ বোর্ড গঠনের আগে বুধবার নবান্নে এসে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন অনীত থাপা।
আগামী ১২ জুলাই জিটিএ বোর্ড গঠনের দিন উপস্থিত থাকার জন্যই মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানিয়েছেন অনিত থাপা। সম্মতি দিয়েছেন মমতাও। সেইমতো আগামী ১১ জুলাই পাহাড়ের উদ্দেশে রওনা হচ্ছেন মুখ্যমন্ত্রী।
এবার জিটিএ নির্বাচনে মোট ৪৫ টি আসনের মধ্যে অনীত থাপার গোর্খা প্রজাতান্ত্রিক মোচা জিতেছে ২৭ টি আসনে। হামরো পার্টি ৮ টি, তৃণমূল ৫ টি এবং নির্দল ৫ টি আসন পেয়েছে।
বুধবার নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার পরে বিনীত থাপা বলেন, পনেরো বছর ধরে বিজেপিকে সমর্থন করেও কিছু হয়নি।
এবার রাজ্যের সঙ্গেই সহযোগিতা করব। এতদিন পাহাড়ে সেন্টিমেন্টাল পলিটিক্স হত। এবার প্র্যাকটিক্যাল পলিটিক্স করব।
জিটিএ সিস্টেমকে কাজ করাতে হলে সরকারের সঙ্গে মিলেই তা করতে হবে। পাহাড়ের মানুষ সেটা বুঝেছে। তাই তারা আমাদের সমর্থন করেছে শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে।
পাহাড়বাসীকে বোঝাতে পেরেছি,দার্জিলিং বাংলার মধ্যেই। এবার জিটিএ’র অসমাপ্ত কাজ নতুন উদ্যমে করতে চাই। রাজ্য সরকারের সঙ্গে হাতে হাত মিলিয়েই।