• facebook
  • twitter
Friday, 22 November, 2024

সেপ্টেম্বরে মমতা উত্তরবঙ্গে

তৃতীয়বার ক্ষমতায় ফেরার পরে প্রথমবার উত্তরবঙ্গ সফরে যেতে পারেন মুখ্যমন্ত্রী।সফরসূচি চূড়ান্ত না হলেও সেপ্টেম্বরে উত্তরবঙ্গে যাওয়ার কথা মুখ্যমন্ত্রীর।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (ছবিঃএসএনএস)

তৃতীয়বার ক্ষমতায় ফেরার পরে প্রথমবার উত্তরবঙ্গ সফরে যেতে পারেন মুখ্যমন্ত্রী। সফরসূচি চূড়ান্ত না হলেও সেপ্টেম্বরের প্রথমেই উত্তরবঙ্গে যাওয়ার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের। একুশের বিধানসভা নির্বাচনের আগে একাধিকবার উত্তরবঙ্গ সফরে গিয়েছিলেন মমতা।

তৃতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার পরে এর আগে একবার উত্তরবঙ্গ যাওয়ার কথা থাকলেও খারাপ আবহাওয়ার জন্য। সেই সফরসূচি বাতিল করতে হয়। এদিকে উত্তরবঙ্গে তার বেশ কিছু কর্মসূচি অসমাপ্ত রয়েছে বলে জানা গিয়েছে।

সম্প্রতি উত্তরবঙ্গের উন্নয়নের জন্য রাজ্যের বরাদ্দ অপ্রতুল। বলে শাসক সরকারের সমালােচনা করে বিজেপির নেতা মন্ত্রীরা। কেই কেউ আবার উত্তরবঙ্গকে পৃথক রাজ্য। করার জন্যও জনগণকে মদত দিচ্ছেন।

এদিকে সম্প্রতি ভারী বৃষ্টিপাত ঘটেছে উত্তরবঙ্গের একাধিক জেলায়। ধস নেমেছে বহু জায়গায়। এর আগে বন্যা কবলিত হাওড়া-হুগলি এবং পূর্ব মেদিনীপুর পরিদর্শনে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী।

এবার বৃষ্টিবিধ্বস্ত উত্তরবঙ্গের মানুষের পাশে দাঁড়াতে সেখানে যাবেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, ৬ সেপ্টেম্বর উত্তরবঙ্গে গিয়ে তিনদিন থাকবেন সেখানে। উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠকের পাশাপাশি কিছু দলীয় কর্মসূচিও সারবেন সেখানে।

২০১১ সালে ক্ষমতায় আসার পর থেকে একাধিকবার উত্তরবঙ্গে গিয়েছেন, সেখানে প্রশাসনিক বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী। ২০২১ সালে হারানাে জমি অনেকটাই পুনরুদ্ধার করেছে তৃণমূল।

সম্প্রতি উত্তরবঙ্গ নিয়ে একটা বিভাজনের রাজনীতি করতে চাইছে বিজেপির সাংসদ বিধায়করা। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ।