রেডরোডে মোদিকে তোপ মমতার

কলকাতা, ২৩ জানুয়ারি: আজ, মঙ্গলবার রেডরোডে নেতাজির জন্ম জয়ন্তীতে শ্রদ্ধা জানাতে এসে বিজেপিকে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আক্রমণ করতে ছাড়েননি মোদির রামমন্দির উদ্বোধন নিয়েও। মমতা এদিন বলেন, ২০ বছরের চেষ্টাতেও নেতাজির জন্মদিনে জাতীয় ছুটি ঘোষণা হল না। এদেশে পলিটিক্যাল প্রচারে ছুটি হয়ে যায়, কিন্তু যারা দেশের জন্য লড়াই করেছে তাঁদের শ্রদ্ধায় ছুটি হয় না। বিভাজনের রাজনীতি করে বিজেপি। আমাদের সরকার ৬৪টি ফাইল প্রকাশ্যে এনেছিল। বিজেপি বলেছিল রহস্য উদঘাটন করবে। দেশের দুর্ভাগ্য, নেতাজির মৃত্যুদিন জানতে পারলাম না। প্ল্যানিং কমিশন তুলে দেওয়া হয়েছে। নীতি আয়োগে এখন নীতি এবং আয়োগ কোনওটাই নেই।

প্রসঙ্গত আজ নেতাজির জন্মদিনে রেডরোডে নেতাজিকে শ্রদ্ধা নিবেদন করেছেন মমতা। অন্যদিকে দিল্লিতেও শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গতকাল তিনি অযোধ্যায় রামমন্দির উদ্বোধন করেন। সেই মেগা উদ্বোধনী অনুষ্ঠানের পর আজ রামলালাকে দর্শনের জন্য উপচে পড়েছে ভক্তদের ভিড়। আজ নেতাজির জন্মদিনে মোদির এই ধর্মীয় কার্যক্রম নিয়ে তীব্র আক্রমণ মমতার।