• facebook
  • twitter
Thursday, 9 January, 2025

মার্চে লন্ডন যেতে পারেন মমতা

২০২৩ সালের নভেম্বরে বিশ্ব বাণিজ্য সম্মেলনে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে প্রো ভাইস চ্যান্সেলার জোনাথন মিচি মমতাকে আমন্ত্রণ জানিয়েছিলেন।

ফাইল চিত্র

চলতি বছরের মার্চ মাসে লন্ডনে যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মার্চের তৃতীয় সপ্তাহে তাঁর লন্ডনে যাওয়ার কথা রয়েছে। অক্সফোর্ড ইউনিভার্সিটি অ্যালুমনি অ্যাসোসিয়েশনের তরফে এই খবর পাওয়া গিয়েছে। জানা গিয়েছে, ২৪ থেকে ২৬ মার্চের মধ্যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে মুখ্যমন্ত্রী ভাষণ দিতে পারেন। সব ঠিক থাকলে তাঁর আগেই লন্ডনে পৌঁছাবেন মমতা। আমন্ত্রণ আগেই পেয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, সেই আমন্ত্রণে সাড়া দিয়ে তিনি এবার লন্ডনে যেতে পারেন। অ্যাসোসিয়েশন সূত্রে খবর, দেশের খুব কম রাজ্যের প্রধানরাই এই সম্মান পেয়েছেন।

উল্লেখ্য, ২০২৩ সালের নভেম্বরে বিশ্ব বাণিজ্য সম্মেলনে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে প্রো ভাইস চ্যান্সেলার জোনাথন মিচি মমতাকে আমন্ত্রণ জানিয়েছিলেন। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে আসার কথাও বলেছিলেন। সেই আমন্ত্রণ মুখ্যমন্ত্রী গ্রহণও করেছিলেন। গত বছর জুন মাসে মুখ্যমন্ত্রীর লন্ডনে যাওয়ার কথা থাকলেও বিভিন্ন কারণে তা হয়ে ওঠেনি। এবার চলতি বছরের মার্চ মাসে মমতা লন্ডনে যেতে পারেন বলে খবর পাওয়া যাচ্ছে। এবার তিনি যেতে পারেন কি না তা–ই দেখার। পাশাপাশি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে গিয়ে তিনি কী বার্তা দেন সেই দিকেও তাকিয়ে রয়েছেন রাজ্য তথা দেশবাসী।