• facebook
  • twitter
Thursday, 17 April, 2025

আগামী ১৬ এপ্রিল ওয়াকফ নিয়ে বৈঠকের ডাক মমতার

ইতিমধ্যেই ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে মামলা করেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র

ফাইল চিত্র

ওয়াকফ আইনের প্রতিবাদে রাজ্যজুড়ে কর্মসূচির আবহে এ বার এই আইন নিয়ে বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ১৬ এপ্রিল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এই বৈঠক ডেকেছেন তিনি। বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। এছাড়াও রাজ্যের মৌলবী, ইমাম ও মোয়াজ্জেনরা এই বৈঠকে উপস্থিত থাকতে পারেন। মূলত ওয়াকফ আইন নিয়ে আলোচনা করতেই এই বৈঠকের ডাক দিয়েছেন মমতা।
 ইতিমধ্যেই দেশ জুড়ে কার্যকর হয়েছে ওয়াকফ সংশোধনী আইন। আর তারপর থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় এই আইনের বিরোধিতায় বিক্ষোভে শামিল হয়েছেন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ।  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছেন, পশ্চিমবঙ্গে এ সব কার্যকর হবে না। মুসলিমদের সম্পত্তি তিনিই রক্ষা করবেন। এমনকী মন্ত্রী ফিরহাদও জানিয়েছেন, এ রাজ্যে ওয়াকফ আইন কার্যকর করা হবে না। কিন্তু তা সত্ত্বেও বিক্ষোভের আঁচ কমানো যাচ্ছে না। এ বার এই আইন নিয়ে আলোচনা করতে বৈঠকের ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী।
বৃহস্পতিবারের পর শুক্রবারও কলকাতার রাস্তায় একাধিক কর্মসূচিতে শামিল হয়েছেন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন। এ দিন পার্ক সার্কাস ও এসপ্ল্যানেডে আয়োজিত মিছিলে যোগ দিয়েছেন বহু মানুষ। রাজ্যের অন্যত্রও একাধিক বিক্ষোভের ছবি প্রকাশ্যে এসেছে। এ বিষয়ে ফিরহাদ হাকিম জানিয়েছেন, বাংলায় ওয়াকফ বিলের প্রতিবাদ চলবে। কিন্তু এখানে কোনও বিশৃঙ্খলার জায়গা নেই। বাংলা সর্বধর্মের তীর্থস্থান। এই বিল দিয়ে কেন্দ্র বিরোধিতা তৈরি করতে চাইছে। কিন্তু বাংলায় তার কোনও কার্যকারিতা নেই। সুপ্রিম কোর্টে এই নিয়ে লড়াই চালাতে হবে।
উল্লেখ্য, ইতিমধ্যেই ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে মামলা করেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র।