• facebook
  • twitter
Tuesday, 29 April, 2025

যোগ্যদের কারও চাকরি যাবে না: মমতা

যোগ্যদের কারও চাকরি যাবে না। সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চাকরিহারাদের একাংশের সঙ্গে বৈঠকে আশ্বস্ত করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ফাইল চিত্র

যোগ্যদের কারও চাকরি যাবে না। সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চাকরিহারাদের একাংশের সঙ্গে বৈঠকে আশ্বস্ত করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে মুখ্যমন্ত্রী বার্তা, দুই মাসের মধ্যে যোগ্যদের চাকরি নিশ্চিত করার ব্যবস্থা করা হবে। মমতা বলেন, ‘যোগ্যদের চাকরি নিশ্চিত করার দায়িত্ব সরকারের। কোনও রাখঢাক নেই। আইন অনুযায়ী যা করার করব। পথের মধ্যেই পথ খুঁজে নিতে হবে। আপনারা কি এখনও বরখাস্তের নোটিস পেয়েছেন? চাকরি করুন না। স্বেচ্ছায় সকলেই কাজ করতে পারেন।’

সুপ্রিম কোর্টের এই রায়ের পিছনে খেলা থাকতে পারে বলে অভিযোগ করেছেন তিনি। মমতা জানিয়েছেন, সুপ্রিম কোর্ট যোগ্য-অযোগ্যদের তালিকা দেয়নি। সরকারকেও সেই তালিকা তৈরির সুযোগ দেওয়া হয়নি। বৈঠকের শুরুতেই যোগ্য চাকরিহারাদের তরফে ভালো আইনজীবী নিয়োগের দাবি জানানো হয়েছিল। সেই দাবি মেনে মমতা জানান, রাজ্য সরকারের হয়ে যোগ্যদের সমর্থনে আইনি লড়াই চালাবেন অভিষেক মনু সিঙ্ঘভি, কপিল সিব্বল, রাকেশ দ্বিবেদী, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, প্রশান্ত ভূষণ সহ অন্যরা।

নতুন করে কোনও পরীক্ষা নেওয়ার আগে সুপ্রিম কোর্টের রায়ের ব্যাখ্যা চাইবে রাজ্য। এতদিন স্কুলে যাঁরা পড়াতেন তাঁদের কী হবে? স্কুল কীভাবে চলবে? বাকি কাজই বা কে চালাবেন? এই সব প্রশ্নের ব্যাখ্যা পাওয়ার পরই পরবর্তী পদক্ষেপ করবে রাজ্য সরকার। মমতার অনুরোধ, যোগ্যদের চাকরি যেন কেড়ে নেওয়া না হয়। কারণ আইনে আছে, হাজার অপরাধী আইনের ফাঁক গলে গেলেও, একজন নির্দোষ ব্যক্তিও যেন সাজা না পান।

চাকরিহারাদের উদ্দেশ্যে মমতার বার্তা, অযোগ্যদের বিরুদ্ধে যে সমস্ত তথ্য রয়েছে তা খতিয়ে দেখা হবে। সেক্ষেত্রে যদি কেউ সত্যিই অযোগ্য থাকেন, তাহলে রাজ্যের আর কিছু করার থাকবে না। পাশাপাশি যোগ্য ও অযোগ্যরা যেন নিজেদের মধ্যে গণ্ডগোল না করেন, সেই আর্জিও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।