সংবিধান দিবসে ভারতের সংবিধান নিয়ে গর্ব অনুভব করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সংবিধান দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি।
মমতা এদিন এক্স হ্যান্ডেলে লিখেছেন, ”আজ সংবিধান দিবসে আমরা ফের নিশ্চিত করে বলতে পারি, আমরা আমাদের সংবিধান নিয়ে গর্বিত। আমাদের সংবিধান স্বাধীনতা, সাম্য, ন্যায়বিচার, ভ্রাতৃত্ব, গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতার মতো মৌলিক বিষয়গুলি নিশ্চিত করে। আমরা এই মূল্যবোধগুলি মেনে চলি। পাশাপাশি এই মূল্যবোধগুলিকে এখনও মেনে চলার জন্য আমি আমার দেশবাসীকে অভিনন্দন জানাই। এছাড়াও তিনি লেখেন, ”আমাদের সংবিধান গৃহীত হওয়ার পর থেকে ৭৫ বছর পূর্ণ হয়েছে। সকল দেশপ্রেমিক ভারতীয়দের এই ৭৫ তম সংবিধান দিবসের শুভেচ্ছা জানাই।”
উল্লেখ্য, ১৯৪৯ সালের ২৬ নভেম্বর সংবিধান গৃহীত হয়েছিল। জাতির জন্য এটি উৎসর্গ করা হয়েছিল। পরে ১৯৫০ সালের ২৬ জানুয়ারি তা বাস্তবায়িত করা হয়। ২৬ নভেম্বর এটি গৃহীত হওয়ায় এই দিনটিকেই সংবিধান দিবস হিসেবে পালন করা হয়। ভারতীয় সংবিধানের মূল লেখাগুলি টাইপ বা মুদ্রিত ছিল না। মূল কপিটি প্রেম বিহারী নারায়ণ রায়জাদার হাতে লেখা। হিন্দি ও ইংরাজি দুটি ভাষায় এটি লেখা হয়েছিল। ভারতীয় সংবিধান হল বিশ্বের দীর্ঘতম লিখিত সংবিধান। প্রাথমিক পর্যায়ে ভারতীয় সংবিধানে মোট ৩৯৫টি অনুচ্ছেদ (২২টি অংশে বিভক্ত) ছিল, কিন্তু বিভিন্ন সংশোধনীর ফলে বর্তমানে এটিতে মোট ৪৪৮টি অনুচ্ছেদ (২৫টি অংশে বিভক্ত) রয়েছে। সম্পূর্ণ সংবিধান প্রস্তুত করতে ২ বছর, ১১ মাস এবং ১৮ দিন সময় লেগেছিল। ২০১৫ সালে, ভারত সরকার ২৬ নভেম্বরকে ‘সংবিধান দিবস’ হিসেবে উদ্যাপন করার সিদ্ধান্ত নেয়। ভারতের প্রথম আইনমন্ত্রী ডঃ ভীমরাও আম্বেদকরের এদিন প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ভীমরাও আম্বেদকর সংবিধানের খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন। মঙ্গলবার বিধানসভায় বাবা সাহেব ডঃ ভীমরাও আম্বেদকরের প্রতি শ্রদ্ধা জানান বিজেপি পরিষদীয় দলের বিধায়করাও।