• facebook
  • twitter
Tuesday, 25 March, 2025

শুধু অক্সফোর্ডই নয়, লন্ডন স্কুল অফ ইকনমিক্স এবং কুইন মেরি বিশ্ববিদ্যালয়েও

মমতা আমন্ত্রিত

নিজস্ব চিত্র

লন্ডনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখার কথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধীন কেলগ কলেজে ভাষণ দেবেন মমতা। অক্সফোর্ডের কেলগ কলেজ প্রেসিডেন্ট জোনাথন মিশি, বাইনাম টুডর ফেলো লর্ড করণ বিলিমোরিয়া সেখানে ফস্থিত থাকবেন। কলেজের ওয়েবসাইটে এই অনুষ্ঠান প্রসঙ্গে লেখা হয়েছে, আলোচনার বিষয়বস্তু হল সামাজিক উন্নয়ন— বালিকা, শিশু ও মহিলাদের ক্ষমতায়ন। ভারতের অন্যতম প্রভাবশালী নেত্রী ও রাজনীতিবিদ, একাধারে সাহিত্য ও সংস্কৃতি, রাজনীতি এবং মহিলাদের উন্নযন নিযে তাঁর কাজ ও লক্ষ্য নিয়ে কথা বলবেন। এর আগেও অক্সফোর্ডের তরফে মিশি বলেন, ‘আমরা চাইছি তাঁর বক্তৃতার ফোকাসে থাকুক মহিলাদের শক্তি।’ মিশি জানিয়েছিলেন,’আমরা ওনাকে আমন্ত্রণ জানিয়েছি বিশ্ববিদ্যালয়ে বক্তৃতার জন্য। তিনি যাতে তাঁর লড়াই ও প্রাপ্তি নিয়ে সেখানে কথা বলেন। জীবন নিয়ে তাঁর ভাবনায় আমরা অভিভূত। জাতি বিদ্বেষ বিরোধিতা, সাম্প্রদায়িক সম্প্রীতি ও তাঁর নীতি নিয়ে আমরা অভিভূত।’

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠান দেখতে উৎসাহী ব্রিটেনের বাঙালিরা। সেদিনের অনুষ্ঠানে সশরীরে উপস্থিত থাকার জন্য কয়েকমাস আগেই প্রচুর টিকিট সংগ্রহ করে রেখেছেন তাঁরা। সামনে থেকে সরাসরি ‘দিদি’র বক্তব্য শোনার উত্তেজনায় টগবগ করে ফুটছেন এই অনাবাসী ভারতীয়রা। প্রহর গুনছেন অধীর আগ্রহে। লন্ডন ও বার্মিংহাম থেকে অনেকে দীর্ঘ পথ গাড়ি চালিয়ে অনুষ্ঠানে উপস্থিত হবেন, এমনটাই জানিয়েছেন। তাঁদেরই একজন অনির্বাণ। বন্ধুরা তাঁর জন্য টিকিট কেটে রেখেছেন। এক সংবাদমাধ্যমে অনির্বাণ জানিয়েছেন, ‘আমাদের দিদি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেওয়ার আমন্ত্রণ পেয়েছেন। খুবই গর্বের বিষয়। ইতিহাস তৈরি হতে চলেছে। তাতে অংশ নেওয়ার জন্য মুখিয়ে রয়েছি। একটি অভিজাত বিশ্ববিদ্যালয়ে দিদি উপস্থিতি হয়ে আমাদের রাজ্যের বিভিন্ন নীতি নিয়ে বক্তব্য রাখবেন। বহু বছর পর ফের বিশ্বের মানচিত্রে জায়গা পাবে বাংলা।’ তবে অনাবাসী বাঙালিদের সঙ্গে আলাদা কোনও অনুষ্ঠান মুখ্যমন্ত্রীর এবারের সফরসূচিতে না থাকায় অনেকেই হতাশ।

একগুচ্ছ কর্মসূচী নিয়ে লন্ডন যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর এই সফরের জন্য সাগ্রহে অপেক্ষা করছেন ব্রিটেনে বসবাসকারী বাংলার প্রায় ৪০ হাজার বাঙালি। জানা গিয়েছে, পিটারবরোয় কুইসগেট শপিং সেন্টারে স্থায়ীভাবে প্রতিষ্ঠা করা হবে একটি দুর্গা প্রতিমা। এই মূর্তিটি স্থান পেয়েছিল বার্ষিক টেমস প্যারেডে। এমপি অ্যান্ড্রু পেকসের সঙ্গে অনুষ্ঠানের উদ্বোধনের জন্য আয়োজকেরা আমন্ত্রণ জানিয়েছিলেন মুখ্যমন্ত্রীকেও।

দুর্গাপুজোকে ঘিরে বাঙালির আবেগ চিরকালীন, তাই প্রতিমার এই প্রতিষ্ঠা ঘিরেও আগ্রহ তুঙ্গে। কারণ, এই প্রথম বাংলার দুর্গা স্থায়ীভাবে ইংল্যান্ডের মূলস্রোতের সংস্কৃতির অঙ্গীভূত হতে চলেছে। ওই দুর্গা প্রতিমা তৈরি করেছেন টেকনো ইন্ডিয়ার পড়ুয়ারা। অনুষ্ঠানের আমন্ত্রণ পেয়ে মুখ্যমন্ত্রীর তরফে ব্যক্তিগত স্তরে চিঠি পাঠিয়ে বেঙ্গলি সংস্কৃতি ক্লাব পিটারবরো ও হেরিটেজ বেঙ্গল গ্লোবালকে জানানো হয়েছে, ব্যস্ততার কারণে তিনি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারছেন না। তবে অনুষ্ঠানের সাফল্য কামনা করে আয়োজকদের শুভেচ্ছা জানিয়েছেন মমতা।

লন্ডনের ইন্ডিয়া হাউসে একটি অনুষ্ঠানেও অংশ নেওযার কথা মুখ্যমন্ত্রীর। সেখানে উপস্থিত থাকবেন একঝাঁক নামীদামি অনাবাসী ভারতীয়। ইউকেআইবিসি এবং ফিকির সহযোগিতায় একটি বাণিজ্যিক সম্মেলনের আয়োজন করেছে পশ্চিমবঙ্গ সরকার।