• facebook
  • twitter
Sunday, 12 January, 2025

‘বাড়িতে ঘুমোতে বলো’ রেফারেল নিয়ে ক্ষুব্ধ মমতা

মমতার প্রশ্ন  শুনে স্বাস্থ্যসচিব বলেন, 'আমরা  প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থেকে শুরু করে মেডিক্যাল কলেজ পর্যন্ত প্রতিটি জায়গায় আমরা ফিল্ডে গিয়ে পর্যবেক্ষণ করি।'

নিজস্ব চিত্র

রাজ্যের মেডিক্যাল কলেজগুলিতে রেফারেল নিয়ে বৃহস্পতিবার প্রশাসনিক বৈঠকে প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন এই নিয়ে স্বাস্থ্য সচিব নারায়ণস্বরূপ নিগমকে তিনি প্রশ্ন করেন, ‘মেডিক্যালে রেফারেল কেন হচ্ছে?’ জবাবে স্বাস্থ্যসচিব বলেন, ‘আগে ৭ শতাংশ রেফারেল হত এখন ৩ শতাংশ মতো হচ্ছে।’ এই কথা শুনে মমতার পাল্টা প্রশ্ন, ৩ শতাংশই বা কেন হবে? যারা এই কাজের সঙ্গে জড়িত তাঁদের বাড়িতে ঘুমিয়ে থাকার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি স্বাস্থ্য ভবনে বসে কোনও কাজকর্ম হচ্ছে কি না তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। মমতার কথায়, ‘স্বাস্থ্য ভবনে বসে কি শুধু গল্প হচ্ছে? ডাক্তাররা একদিকে, আইএএস অফিসাররা আর এক দিকে।’

মমতার কথায়, ‘৩ শতাংশও কেন হবে? যারা করছে তাঁদের বলো বাড়িতে ঘুমোতে। বলো কাজ করতে হবে না, ঘুমোন আপনি। পারফরম্যান্স রিভিউ করো। কেন্দ্রীয় সরকার ৪৭ জনকে তাড়িয়ে দিয়েছে। আমরা কাউকে তাড়াই না মানে এটা নয় যে আমরা নজর রাখছি না। তাই বলছি, মানুষের কাজ করুন, না হলে কাউকে রেয়াত করব না।’

স্বাস্থ্যসাথী কার্ডে ভুয়ো চিকিৎসা করানো নিয়েও এদিন ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। অভিযুক্তদের নাম প্রকাশ্যে আনার নির্দেশ দেন তিনি। অনেকের বিরুদ্ধেই ভুয়ো মেডিক্যাল বিল জমা দিয়ে প্রতারণার অভিযোগ উঠেছে। তাঁদের বিষয়ে কী অ্যাকশন নেওয়া হয়েছে তা স্বাস্থ্যসচিবের কাছ থেকে জানতে চান মুখ্যমন্ত্রী। মমতার কথায়, ‘একজন একই সময়ে তিনটে হাসপাতালে অ্যাপেনডিক্স অপারেশন করেছে।’ এসব প্রতারণা যারা করছে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। এবিষয়ে স্বাস্থ্যসচিব বলেন, ‘আমরা কয়েকটি নার্সিংহোমকে বন্ধ করে দিয়েছি। কয়েকজন চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা এই সংক্রান্ত তালিকা পাঠিয়ে দিচ্ছি।’
প্রাইমারি স্বাস্থ্য কেন্দ্রগুলি সহ বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে মনিটরিং হয় কি না তা নিয়ে বৈঠকে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। মমতার কথায়, ‘মনিটরিংয়ের কি কোনও ব্যবস্থা করা হয়, নাকি স্বাস্থ্যভবনে বসে শুধু গল্প হচ্ছে, গুঞ্জন হচ্ছে? ডাক্তাররা একদিকে, আইএএস অফিসাররা আর এক দিকে।’

মমতার প্রশ্ন  শুনে স্বাস্থ্যসচিব বলেন, ‘আমরা  প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থেকে শুরু করে মেডিক্যাল কলেজ পর্যন্ত প্রতিটি জায়গায় আমরা ফিল্ডে গিয়ে পর্যবেক্ষণ করি। আরও জোরদার করে মনিটরিং করতে হবে।’ কী পদ্ধতিতে মনিটরিং করা হয় তা মন্ত্রী চন্দ্রিমাকে দেখে নিতে বলেন মমতা।