• facebook
  • twitter
Thursday, 14 November, 2024

বুথ পরিদর্শন করতে গিয়ে আক্রান্ত মাদারিহাটের বিজেপি প্রার্থী, দুষলেন তৃণমূলকে

মুজনাই চা বাগান এলাকার বাঙ্গাবাড়ি ডিভিশনের ১৪/৬২ নং বুথ পরিদর্শনের সময়ে আক্রান্ত হন তিনি।

আক্রান্ত বিজেপি প্রার্থীর ভাংচুর করা গাড়ি। চিত্র: এএনআই।

বুথ পরিদর্শন করতে গিয়ে আক্রান্ত হলেন মাদারিহাট বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী! অভিযোগের তীর তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে।

সূত্রের খবর, বুধবার সকাল ১১টায় মাদারিহাট বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রাহুল লোহার উপনির্বাচন চলাকালীন বুথ পরিদর্শন করছিলেন। মুজনাই চা বাগান এলাকার বাঙ্গাবাড়ি ডিভিশনের ১৪/৬২ নং বুথ পরিদর্শনের সময়ে আক্রান্ত হন তিনি। তাঁর অভিযোগ, তিনি গাড়ি নিয়ে ওখানে পৌঁছোতেই তাঁকে ঘিরে ‘গো ব্যাক’ স্লোগান দেওয়া হতে থাকে। গায়ে হাত তোলা, মারধরের অভিযোগও জানান তিনি। গাড়ি ভাঙচুর করা হয় তাঁর। তিনি জানান, এর পরে ওই বুথটি দখল করে তৃণমূলী ‘গুণ্ডা’রা।

ঘটনাটি কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় স্থানীয়দের মধ্যে। পুলিশের কাছে খবর যায়। মাদারিহাট থানার ওসি কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছোন। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শেষমেশ স্বাভাবিক হয়।

বিজেপির আইটি সেলের সর্বভারতীয় আহ্বায়ক অমিত মালব্য এই ঘটনার তীব্র প্রতিবাদ জানান। নিজের এক্স হ্যান্ডলে তিনি তৃণমূলের উপর এক হাত নিয়ে লেখেন, ‘মাদারিহাটের বিজেপি প্রার্থী রাহুল লোহার মুজনাই চা বাগানের ১৪/৬২ বুথে আক্রান্ত হয়েছেন। রাহুল একজন আদিবাসী এবং চা-শ্রমিকদের নেতা। টিএমসির গুণ্ডারা ধারালো জিনিস দিয়ে বিজেপি প্রার্থীর গাড়ি ভাঙচুর করে এবং মমতা ব্যানার্জির পুলিশের চোখের সামনেই প্রাণঘাতী অস্ত্রশস্ত্র নিয়ে তাঁকে আক্রমণ করে।…পশ্চিমবঙ্গে গণতন্ত্র এবং নাগরিক অধিকার একেবারে ফাঁপা। মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী কম, বরং অপরাধী সিন্ডিকেটের নেত্রী বেশি।’

এই অভিযোগের তীব্র বিরোধিতা করে তৃণমূল। মাদারিহাট ব্লক তৃণমূলের সহ-সভাপতি রাজেশ সাউ জানান, ‘তৃণমূলের লোকজন এর সঙ্গে যুক্ত নন। স্থানীয়রাই বিজেপি প্রার্থীকে ঘিরে বিক্ষোভ দেখিয়েছেন। বিজেপির মনোজ টিগ্গা আট বছর বিধায়ক থেকেও এলাকায় কোনও উন্নয়নমূলক কাজ করেননি। সেই ক্ষোভ উগরে দিয়েছেন বাসিন্দারা।’

প্রসঙ্গত, রাজ্যে আজ সকাল থেকে শুরু হয়েছে বিধানসভা উপনির্বাচন। নৈহাটি, মাদারিহাট, সিতাই, তালড্যাংরা, হাড়োয়া এবং মেদিনীপুর – এই ৬টি বিধানসভা কেন্দ্রে চলছে উপনির্বাচন। তার মধ্যেই কানে আসছে এহেন বিভিন্ন অশান্তির খবর।