লকেট হেরেছে গোষ্ঠীদ্বন্দ্বের কারণে, মিঠুনের মন্তব্যে অস্বস্তিতে বঙ্গ বিজেপি

মুখোমুখি লকেট ও মিঠুন। ফাইল চিত্র

দলের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে এবার প্রকাশ্যে মুখ খুললেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। এ নিয়ে দলীয় নেতা কর্মীদের ভূমিকায় তিনি ক্ষুব্ধ। তাঁর দাবি, গোষ্ঠীকোন্দলের কারণেই হুগলিতে লোকসভা নির্বাচনে লকেট চট্টোপাধ্যায়কে হারতে হয়েছে। পাশাপাশি সদস্য সংগ্রহের ব্যর্থতা নিয়েও সরব হয়েছেন মিঠুন। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, প্রকাশ্যে গোষ্ঠীকোন্দল ও দলের ব্যর্থতা নিয়ে কথা বলে তিনি রাজ্য বিজেপির অস্বস্তি বাড়িয়ে দিয়েছেন।

শনিবার পাণ্ডুয়ায় বিজেপির সক্রিয় সদস্যতা অভিযান কর্মসূচির এক বিশেষ বৈঠক ছিল। সেখানেই উপস্থিত ছিলেন মিঠুন চক্রবর্তী। এই বৈঠক থেকেই দলের কাজকর্ম নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেন এই বিজেপি নেতা। মিঠুনের কথায়, ‘এখানে যতগুলো বিধানসভা আমি দেখেছি সবগুলোতেই জেতা আছে। কিন্তু আমরা জিততে পারিনি। এর একমাত্র কারণ নিজেদের মধ্যে দ্বন্দ্ব বা গোষ্ঠীদ্বন্দ্ব। যেটা খুবই দুঃখের। যদি সবাই কাজ করত এখানে তা হলে লকেট চট্টোপাধ্যায়কে হারতে হত না। এখানে গোষ্ঠীদ্বন্দ্ব কাজ করেছে।’

এদিন মিঠুন আরও বলেন, ‘বস (প্রধানমন্ত্রী) আমাকে বলে রেখেছেন নো মার্সি। যারা কাজ করবে না তাদেরকে সরে যেতে হবে। এত জায়গায় ঘুরে এলাম, সব জায়গায় কি জিততে পেরেছি? না। কারণ, আমরা সব জায়গায় কাজই করতে পারিনি।’