• facebook
  • twitter
Wednesday, 2 April, 2025

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে শনিবার থেকে হালকা বৃষ্টির পূর্বাভাস

পৌষের শুরুতেই বাধা পেল শীত। মালুম পাওয়া যাচ্ছে না শীতের আমেজ। বঙ্গোপসাগরে নিম্নচাপ, মুখভার আকাশের। শুক্রবার থেকেই শহরের আকাশে মেঘের আনাগোনা। দক্ষিণবঙ্গের ৮ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে বৃষ্টির কারণে তাপমাত্রায় কোনও তফাৎ হবে না। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী ৫ দিনের মধ্যে রাতের তাপমাত্রার তেমন কোন হেরফের হবে না বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। 

পৌষের শুরুতেই বাধা পেল শীত। মালুম পাওয়া যাচ্ছে না শীতের আমেজ। বঙ্গোপসাগরে নিম্নচাপ, মুখভার আকাশের। শুক্রবার থেকেই শহরের আকাশে মেঘের আনাগোনা। দক্ষিণবঙ্গের ৮ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে বৃষ্টির কারণে তাপমাত্রায় কোনও তফাৎ হবে না। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী ৫ দিনের মধ্যে রাতের তাপমাত্রার তেমন কোন হেরফের হবে না বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। 

 
আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আগামী কয়েকদিন তাপমাত্রার পারদ ৩ থেকে ৫ ডিগ্রি বাড়বে। বাতাসে বাড়বে জলীয় বাষ্পের পরিমাণ। ফলে শীত তেমনভাবে অনুভব করা যাবে না। শনি ও রবিবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এই জেলাগুলির কিছু কিছু অংশে। বীরভূম ও মুর্শিদাবাদে থাকবে ঘন কুয়াশার দাপট। 
 
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বর্তমানে মধ্য দক্ষিণ বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় নিম্নচাপ অবস্থান করছে।  পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে আরও শক্তি বাড়াবে এই নিম্নচাপ। নিম্নচাপের অভিমুখ তামিলনাড়ু উপকূলের দিকে।