আন্দোলন চলুক, আলোচনায় বসুন, চিকিৎসা শুরু হোক, বললেন জুন

আরজি কর এর ঘটনায় জুনিয়র চিকিৎসকদের আন্দোলন নিয়ে মেদিনীপুরে মন্তব্য করেন মেদিনীপুরের সাংসদ জুন মালিয়া। তিনি জানান, আরজি কর এর ঘটনা নিয়ে এক মাসের বেশি সময় ধরে জুনিয়র ডাক্তাররা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আন্দোলন চলুক, আলোচনাতেও বসুন। তিনি আরও বলেন যে তাঁর সাংসদ এলাকার হাজার হাজার মানুষ প্রতিদিন চিকিৎসার জন্য মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে আসছেন।

কারও হার্টের অসুখ, কারও কিডনির, কারও পেটের বা হাড়ের সমস্যা। চোখ, ইএনটি বিভাগের রোগীরাও আসছেন, চিকিৎসা পাচ্ছেন না। তাঁকে অনেকে ফোন করছেন। খারাপ লাগছে। তিনি জানান, আন্দোলন চলুক, আলোচনায় বসুন, চিকিৎসা পরিষেবা শুরু হোক। চিকিৎসা না পেয়ে মানুষ মারা যাচ্ছেন। এটা খুবই দুঃখজনক ব্যাপার! মেদিনীপুর এর সাংসদ জুন মালিয়া আরও জানান যে, মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সকলেই চাইছেন তিলোত্তমা বিচার পাক। তিলোত্তমাকে বিচার পেতেই হবে। তাই তিনি জুনিয়র চিকিৎসকদের চিকিৎসা শুরু করার জন্য আহ্বান জানান।