রাজ্যে ৬০ দিন পর করােনা আক্রান্ত ৬ হাজারের নীচে

প্রতীকী ছবি (File Photo: AFP)

১৪ এপ্রিলের পর প্রায় দু’মাস বাদে দৈনিক করােনা আক্রান্তের সংখ্যা নামল ৬ হাজারের নীচে। কিন্তু মৃত্যুর সংখ্যা নামল না ১০০-র নীচে। ফলে মৃত্যুকে এখনও নিয়ন্ত্রণে আনা গেল না। 

সােমবার রাজ্য স্বাস্থ্য দফতর যে কোভিড বুলেটিন প্রকাশ করেছে, তাতে বলা হচ্ছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করােনা আক্রান্ত হয়েছেন ৫৮৮৭ জন। রবিবার আক্রান্তের সংখ্যা ছিল ৭০০২ জন। 

শেষ একদিনে মৃত্যু হয়েছে ১০৩ জনের। রবিবার এই মৃতের সংখ্যা ছিল ১০৭ জনের। গত ২৪ ঘণ্টায় এক লাফে এ রাজ্যে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৮৫৬৮ কমেছে। 


রাজ্যে বর্তমানে সক্রিয় রােগীর সংখ্যা ২৬ হাজার ৮৮৬ জন। মে মাসের প্রথম দিকে কলকাতায় দৈনিক আক্রান্তের সংখ্যা পৌঁছে গিয়েছিল ৪ হাজারের দোরগােড়ায়। এদিন তা কমে আসে ৬১০। 

গত ২৪ ঘণ্টায় কলকাতায় মারা গিয়েছেন ২৩ জন। উত্তর ২৪ পরগনায় দৈনিক আক্রান্ত ১ হাজারের একটু বেশি। একদিনে ১ হাজার ১৮১ জন আক্রান্ত হয়েছেন এবং ৩২ জনের মৃত্যু হয়েছে এই জেলায়।