জাতীয় সড়কে গাড়ির ধাক্কায় জখম চিতাবাঘ। শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের ঘটনা। বৃহস্পতিবার গভীর রাতে ঘোষপুকুর রেঞ্জ এলাকায় জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে। গাড়ির ধাক্কায় গুরুতর জখম হয় চিতাবাঘটি। ঘোষপুকুর বন বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহত চিতাবাঘটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য বেঙ্গল সাফারি পার্কে পাঠায়।
স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে ওই পূর্ণবয়স্ক চিতাবাঘটি চাঁদ মোড়ের কাছে চা বাগান থেকে বেরোয়। রাস্তা পার হওয়ার জন্যই সেটি বেরিয়েছিল বাগান থেকে। আচমকা একটি দ্রুতগামী গাড়ির সঙ্গে ধাক্কা লাগে চিতাবাঘটির। গাড়ির ধাক্কায় মাটিতে লুটিয়ে পড়ে চিতাবাঘটি। স্থানীয় বাসিন্দারাই বন দপ্তরে খবর দেন। ঘোষপুকুর বন বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহত চিতাবাঘটিকে উদ্ধার করেন। এরপর সেটিকে বেঙ্গল সাফারি পার্কে পাঠানো হয়।
উত্তরবঙ্গের রাস্তা পার হতে গিয়ে প্রায়শই গাড়ির ধাক্কার মুখে পড়ে চিতাবাঘ। হাতি সহ অন্যান্য জন্তুও বিভিন্ন ধরনের দুর্ঘটনার শিকার হয়। ৬ ডিসেম্বর ঘোষপুকুর ফুলবাড়িতে ২৭ নম্বর জাতীয় সড়কের বাকুইলাইন এলাকায় গাড়ির ধাক্কায় মৃত্যু হয় একটি পূর্ণবয়স্ক চিতাবাঘের। সেই ঘটনার একমাস কাটতে না কাটতেই ফের দুর্ঘটনায় জখম হল চিতাবাঘ।