ব্রিগেড সমাবেশের প্রচারে ধর্মীয় সম্প্রীতিকে হাতিয়ার করে এ বার প্রচারে নেমেছে বামেরা। তবে ধর্মনিরপেক্ষ দল হিসেবে পরিচিত বামেদের এই বার্তা রাজনৈতিক মহলে জল্পনা তৈরি করেছে। এ দিকে সিপিএমের দাবি, দেশজুড়ে বিজেপি ও রাজ্যে তৃণমূল কংগ্রেস ধর্ম নিয়ে বিভাজনের রাজনীতি করছে। এর বিরুদ্ধে মানুষকে বার্তা দিতে সম্প্রীতিকে হাতিয়ার করতে চাইছে বামেরা।
আগামী ২০ এপ্রিল বামেদের ব্রিগেড সমাবেশ রয়েছে। ইতিমধ্যেই সেই সমাবেশের প্রচার শুরু হয়ে গিয়েছে। এ বছর আয়োজক হল সিপিএমের কৃষক সংগঠন সারা ভারত কৃষক সভা (এআইকেএস), খেতমজুর সংগঠন (এআইএডব্লু)ও শ্রমিক সংগঠন (সিটু)। ২০২৬ সালে রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে ব্রিগেড সমাবেশের আয়োজন জোরকদমে করতে চলেছে সিপিএম। সেই কারণে আগে থেকেই শুরু হয়ে গিয়েছে প্রচার। এই নিয়ে রাজ্যের বিভিন্ন এলাকায় চলছে দেওয়াল লিখন।
হুগলির সিঙ্গুরের দেওয়াল লিখনে ধর্মীয় সম্প্রীতির বার্তা দিয়েছেন বামেরা। লেখা হয়েছে, ‘হিন্দু-মুসলিম ভাই ভাই-বেকারদের কাজ চাই। ‘হিন্দু-মুসলিম ভাই ভাই-ফসলের মূল্য চাই। হিন্দু মুসলিম ভাই ভাই-শ্রমিকদের বেতন চাই। ধর্মকে হাতিয়ার করে বামেদের এই প্রচার বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে।
তবে সব জল্পনা উড়িয়ে দিয়েছেন বাম নেতৃত্ব। তাঁদের দাবি, তৃণমূল কংগ্রেস ও বিজেপি বিভাজনের রাজনীতি করে মূল সমস্যা থেকে মানুষের দৃষ্টি ঘুরিয়ে দিতে চাইছে। সেই কারণে ধর্মীয় সম্প্রীতিকে হাতিয়ার করে নিত্যদিনের সমস্যাগুলি মানুষের সামনে তুলে ধরছে বামেরা।