• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

হাওড়ায় বামেদের মিছিল

কেন্দ্রীয় কৃষি আইন প্রত্যাহার ও অত্যাবশ্যকীয় পণ্য আইন বাতিলের দাবিতে বাম সংগঠনগুলাের ডাকে আইন অমান্য কর্মসূচি পালিত হল হাওড়া শহরে।

প্রতিকি ছবি (Photo: Twitter | @CPIM_WESTBENGAL)

হাওড়ায় সম্পন্ন হল বামেদের মিছিল। কেন্দ্রীয় কৃষি আইন প্রত্যাহার ও অত্যাবশ্যকীয় পণ্য আইন বাতিলের দাবিতে বাম সংগঠনগুলাের ডাকে আইন অমান্য কর্মসূচি পালিত হল হাওড়া শহরে।

হাওড়া ময়দান মেট্রো চ্যানেলের সামনে থেকে কয়েকশাে বামপন্থী সমর্থক আজ সােমবার মিছিল করে হাওড়া পুরসভার দিকে যেতে চেষ্টা করলে বঙ্কিম সেতুর নিচে পুলিশ তাদের বাঁধা দেয়। আইন অমান্যকারীরা পুলিশের প্রথম ব্যারিকেড ভেঙে দিলেও দ্বিতীয় ব্যারিকেড ভাঙতে পারেনি। আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হয়।

পরে বিক্ষোভকারীরা বঙ্কিম সেতুর নিচে অবস্থান বিক্ষোভ শুরু করে। সিটুর হাওড়া জেলা সাধারণ সম্পাদক সমীর সাহা বলেন, নতুন কেন্দ্রীয় কৃষি আইন চালু হলে কৃষকরা ভাষণভাবে ক্ষতিগ্রস্ত হবে। একইভাবে অত্যাবশ্যকীয় পণ্য আইন বাতিল, হাওড়া পৌরসভা নির্বাচন সহ নানা দাবিতে তাদের এই কর্মসূচি।