• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

বিজেপি ছেড়ে তৃণমূলে

খড়গপুর লােকাল থানার অন্তর্গত রূপনারায়ণপুরে ৬ নং জাতীয় পাশে আয়ােজিত আই এনটিটিইউসির সম্মেলনে বিজেপি ছেড়ে আসা এই কর্মীদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন।

প্রতীকী ছবি (Photo: IANS)

বিজেপি ছেড়ে তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসিতে যােগ দিলেন শ’দেড়েক কর্মী। রবিবার বিদ্যাসাগর শিল্প তালুক লাগােয়া খড়গপুর লােকাল থানার অন্তর্গত রূপনারায়ণপুরে ৬ নং জাতীয় পাশে আয়ােজিত আই এনটিটিইউসির সম্মেলনে বিজেপি ছেড়ে আসা এই কর্মীদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন।

জেলা আইএনটিটিইউসির সভাপতি তথা জেলা পরিষদের পূর্তকর্মাধ্যক্ষ নির্মল ঘােষ উপস্থিত ছিলেন খড়গপুর ২ নং ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি তৃষিত মাইতি, খড়গপুর ১নং ব্লক আইএনটিটিইউসির সভাপতি শক্তি মণ্ডল, জেলা পরিষদের সদস্য পিকু মণ্ডি, আয়ুব আলি খান, অজিত দাস মহাপ্যত্র প্রমুখ।

নির্মল ঘােষ বলেন, শিল্প সংস্থা বিআরজিতে বিজেপির ইউনিয়ন ছেড়ে শ্রমিকরা তৃণমূলে যােগ দিলেন। বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরেই আস্থা রাখেন। ২০২১ সালে তৃতীয়বারের ক্ষমতায় আসবে তৃণমূল। বিজেপি তাদের জবাব পেয়ে যাবে।

পিকু মাণ্ডি বলেন, সন্মেলনের আগে শ্রমিকদের মিছিল রূপনারায়ণপুর এলাকা প্রদক্ষিণ করে। বাংলার যুবসমাজ তৃণমূলের পাশেই আছে। কেন্দ্রের জনবিরোধী বাজেটের প্রতিবাদে ও কেন্দ্রের কৃষি আইন বাতিলের দাবিও তােলা হয় মিছিল থেকে।