আসন্ন বিধানসভা নির্বাচনের আগে জোর কদমে প্রচার চালাচেছন শাসক দলের নেতাকর্মী। জঙ্গলমহলের লােক শিল্পীরা তাদের নিজেদের লেখা গান গেয়ে সরাকারের নানা উন্নয়ন এবং নানা সচেতনার বার্তা তুলে ধরছেন। বঙ্গধ্বনী যাত্রায় শাসক দলের নেতা কর্মীরা গ্রামে গিয়ে পৌঁছে বাড়ি বাড়ি উন্নয়নের কথা বলছেন। রাজ্য তৃণমূলের সহ সভাপতি দেবনাথ হাঁসদার নেতৃত্বে যুব তৃণমূলের নেতা কর্মীরা ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি থেকে শুরু করেছেন সরকারের উন্নয়নগুলি নিয়ে প্রচার যাত্রা।
যে বেলপাহাড়ি এক সময় অনুন্নয়নের প্রতিক ছিল। সেই সুযােগ নিয়ে মাওবাদীরা সন্ত্রাশের ক্ষেত্র বানিয়ে তুলেছিল। মানুষ ভয়ে ভয়ে জীবন কাটাতাে। রাস্তা ঘাট, পানীয় জল, বিদ্যালয় সব ক্ষেত্রেই বেলপাহাড়ি পিছিয়ে ছিল। রাজ্যে ক্ষমতার পরিবর্তনের পরে উন্নয়নের ছোঁয়ায় বদলেছে পাহাড়, জঙ্গল ঘেরা বেলপাহাড়ির জীবনের মান। একশাে দিনের কাজ সহ নানা প্রকল্পে মানুষ কাজ করছেন। পেশা ভিত্তিক প্রশিক্ষন মিলছে সরকারি বিভিন্ন প্রকল্পে।
কিন্তু কিছু ক্ষেত্রে মানুষ এখনাে সরকারি প্রকল্পের সুবিধা পাননি বলে অভিযােগ রয়েছে। সেই অভিযােগ যাতে থাকে তার জন্য সরকার চালু করেছে দুয়ারে প্রশাসন। জেলার বিভিন্ন অঞ্চল গুলিতে বসছে দুয়ারে প্রশাসনের শিবির। মানুষ নাম লেখাচ্ছে বিভিন্ন প্রকল্পে। সেই জায়গা থেকে বঙ্গবনী যাত্রা গুলিতে শাসক দলের নেতা কর্মীরা পৌঁছে যাচ্ছেন মানুষের বাড়ি বাড়ি। তুলে ধরছেন সরকারের দশ বছরের নানা উন্নয়নমূলক প্রকল্পগুলি।
রবিবার রাজ্য যুব তৃণমূলের সহ সভাপতি দেবানাথ হাঁসদা, কিনপুরের বিধায়ক খগেন্দ্রনাথ হেমরম, ঝাড়গ্রাম জেলা মহিলা তৃণমূলের সভানেত্রী অনুশ্রী কর সহ দলের বিভিন্ন নেতা কর্মীরা পৌঁছে গিয়েছিলেন বেলপাহাড়ির বামুনডিহা গ্রামে। বামুনডিহা সহ মুড়াশােল, বেলপাহাড়িতে চলে প্রচার। বামুনডিহা গ্রামে দেবনাথ হাসদা সহ দলের নেতৃত্বরা পৌঁছতেই গ্রামের শিল্পীরা এগিয়ে আসেন। লােক শিল্পী নরহরি বর্ধন , নিয় চন্দ , পঙ্কজ মিদ্যাৱা গান ধরেন। নরহরি বর্ধনের লেখা দুটি গান গেয়ে শােনান শিল্পীরা। গানের মাধ্যমে তারা মাশারি টাঙিয়ে শোয়া সহ নানা সামাজিক বার্তা দেন। শাসক দলের নেতৃত্বরা তা শােনেন এবং বাহবা দেন শিল্পীদের।
বামুনডিহা গ্রামের নিচপাড়া, পচাপড়া, মিদ্যাপাড়া গুলিতে দেবনাথ বাবুর নেতৃত্বে মানুষ জনের কাছে তুলে ধরা হয় সরকারি প্রকল্প গুলি। প্রকল্প গুলির সুবিধা নেওয়ার জন্য প্রয়ােজনীয় কি কি করা জরুরি তা জানান তারা। দুয়ারে সরকারের ক্যাম্প গুলিতে গিয়ে নানা প্রকল্পে নাম নথিভুক্ত করানাের জন্য আবেদন করেন তারা।