মঙ্গলবার থেকে বারুইপুর মহকুমা আদালতের কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিল বারুইপুর আদালতের আইনজীবীরা। ক্রিমিনাল কোর্টের আইনজীবীদের এই সিদ্ধান্তকে সমর্থন দিল সিভিল কোর্টের আইনজীবীরা। এ বিষয়ে বারুইপুর কোর্টের আইনজীবী হাফিজুর রহমান মঙ্গলবার সন্ধ্যায় জানান, বারুইপুর আদালতের বিচারকদের বদলি না করা হলে কর্মবিরতি চলবে।
কারণ তাঁরা সাধারণ মানুষের অসুবিধা বুঝতে চাইছেন না। হলফনামা কেন বেশি করে করা হচ্ছে। দিনে একশাে থেকে একশাে দশ এর বেশি হবে না। এদিকে দুয়ারে সরকার কর্মসূচির জন্য অনেক মানুষকে হলফনামা করতে আসতে হচ্ছে। সংখ্যাটা বাড়ানাের কথা আইনজীবীরা বললে চলছে বাদানুবাদ।
উল্টে কোনও কোনও বিচারক বলছেন একশােটা হলেও উকিলবাবুদের পেট কী ভরছে না। আপত্তিকর অপমানজনক কথা শুনে এর প্রতিকার চেয়ে বিচারক বদলের দাবি উঠেছে। সমস্যা না মেটা পর্যন্ত কর্মবিরতি চলবে। উকিলবাবুদের সিদ্ধান্তে বিপাকে সাধারণ মানুষ। সূত্রের খবর, প্রশাসনের উচ্চ পর্যায়ে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে