নিজস্ব প্রতিনিধি— টেকনো ইন্ডিয়া গ্রুপের কো চেয়ারপার্সন তথা সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির পরিচালন সমিতির সদস্য এবং আজকাল পত্রিকার ডিরেক্টর মৌ রায়চৌধুরি মঙ্গলবার সকালে সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন৷ মৃতু্যকালে তাঁর বয়স হয়েছিল ৫৩ বছর৷ তাঁর অকাল প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লেখেন, বাংলার অগ্রগণ্য শিল্পোদ্যোগী ও সাংস্কৃতিক ব্যক্তি মৌ রায়চৌধুরীর প্রয়াণে শূন্যতা সৃষ্টি হলো৷ তিনি রেখে গেলেন স্বামী সত্যম রায়চৌধুরী, পুত্র দেবদূত এবং অগণিত সহকর্মী ও অনুরাগীদের৷
আজকাল প্রকাশনার ‘সুস্থ’, ‘সফর’, ‘খেলা’ পত্রিকার প্রধান উপদেষ্টা পদে ছিলেন মৌ রায়চৌধুরি৷ শারদীয় আজকাল উল্লেখযোগ্য সাফল্য পায় মৌ রায়চৌধুরির সম্পাদনায়৷ আজকাল ডট ইন পোর্টালের প্রধান সম্পাদক ছিলেন তিনি৷ গৌতম ঘোষের পরিচালনায় ‘শঙ্খচিল’ জাতীয় পুরস্কার লাভ করে৷ মৌ রায়চৌধুরি এই ছবির সহ প্রযোজনায় ছিলেন৷ সাহিত্য-সংস্কৃতিতে গভীর অনুরাগের জন্য তাঁর খ্যাতি ছিল৷ কবিতার অলিন্দেও তাঁর যাতায়াত ছিল৷ তিনি সবার খুব প্রিয় ছিলেন৷