• facebook
  • twitter
Friday, 22 November, 2024

রাজ্যে গত ২৪ ঘন্টায় করােনা আক্রান্ত ৬৭৬৯

নতুন করে করােনায় আক্রান্ত ৬৭৬৯ জন। ফলে পয়লা বৈশাখের দিনেও স্বস্তিতে নেই বাংলা। একদিকে ভােট অন্যদিকে উৎসবের মরশুমে বাংলার করােনার গ্রাফ ক্রমশ উর্দ্ধমুখী।

প্রতীকী ছবি (Photo: AFP)

গত ২৪ ঘন্টায় রাজ্যে নতুন করে করােনায় আক্রান্ত হয়েছেন ৬৭৬৯ জন। ফলে পয়লা বৈশাখের দিনেও স্বস্তিতে নেই বাংলা। একদিকে ভােট অন্যদিকে উৎসবের মরশুমে বাংলার করােনার গ্রাফ ক্রমশ উর্দ্ধমুখী। মৃত্যু হয়েছে ২২ জনের।

বুধবার সংক্রমিতের সংখ্যা ছিল ছয় হাজার ছুঁইছুই। আর গত ২৪ ঘন্টায় তা সাড়ে ছয় হাজার পেরিয়ে গেল। বুধবার করােনায় মারা গিয়েছিলেন ২৪ জন। সুস্থতার হারও ক্রমশ কমছে। ভােটের আবহে আমজনতার পাশাপাশি রাজনৈতিক ব্যক্তি এবং প্রার্থীরাও করােনাতে আক্রান্ত হচ্ছেন।

সব মিলিয়ে রাজ্যের করােনা পরিস্থিতি উদ্বেগ বাড়াচ্ছে। যদিও সচেতনতার যথেষ্ট অভাব লক্ষ্য করা যাচ্ছে জনতার মধ্যে। শপিং মল, পার্কগুলিতে উপচে পড়া ভিড়। দোকানের সামনেও লম্বা লাইন।

অন্যদিকে রাজ্যের হাসপাতালগুলিতে বেডের অভাব ইতিমধ্যেই দেখা দিয়েছে। সচেতন না হলে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করবে এমনটাই মনে করা হচ্ছে।