প্রতারকদের অ্যাকাউন্টে ‘লক্ষ্মীর ভাণ্ডার’, ‘বার্ধক্য ভাতা’-র টাকাও , তদন্তভার যেতে পারে সিআইডি-র হাতে
ট্যাবের টাকা নিয়ে এই শোরগোলের মাঝখানেই রাজ্য সরকারের অন্যান্য প্রকল্পের টাকা নিয়েও এবার অভিযোগ উঠল। তদন্তে নেমে গোয়েন্দারা জানতে পেরেছেন, শুধু ট্যাবের টাকাই নয়, রাজ্য সরকারের লক্ষ্মী ভান্ডার-সহ বিভিন্ন প্রকল্পের টাকাও পৌঁছে গেছে হ্যাকারদের অ্যাকাউন্টে। প্রশ্ন উঠছে, তবে কি রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের কোটি কোটি উপভোক্তার ব্যক্তিগত তথ্যও হ্যাকারদের হাতে চলে গেছে ?