• facebook
  • twitter
Monday, 24 March, 2025

তৃণমূলে যোগদানের সম্ভাবনা খারিজ বিজেপি বিধায়ক বঙ্কিমের

বৃহস্পতিবার বঙ্কিমবাবু বিজেপির লাগাতার বিধানসভার অধিবেশন বয়কট করার সিদ্ধান্তের সমালোচনা করেছিলেন। তিনি বলেছিলেন, এটা তাঁর ব্যক্তিগত অভিমত।

তৃণমূল কংগ্রেসে যোগদানের কোনও সম্ভাবনা নেই, জানিয়ে দিয়েছেন চাকদহের বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষ। দলের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করায় বৃহস্পতিবার তাঁর নাম উঠে এসেছিল শিরোনামে। বিধানসভায় বাজেট অধিবেশন লাগাতার বয়কট করার দলীয় সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি। এই মন্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয়। অস্বস্তিতে পড়তে হয় বিজেপিকে। তারপরই বঙ্কিম তৃণমূলে যেতে পারেন বলে জল্পনা ছড়ায়। কিন্তু সেই সম্ভাবনা নেই বলেই জানিয়েছেন বিজেপির এই বিধায়ক।

তিনি জানিয়েছেন, তৃণমূল তাঁর উপর অনেক অত্যাচার করেছে। তাঁকে মারধর করেছে, এমনকী বাড়িও ভাঙচুর করেছে। সেই কারণে কোনও দিন তিনি তৃণমূলে যোগদান করতে পারবেন না। তিনি আরও জানান, সংবাদমাধ্যম তাঁর বক্তব্য বিকৃত করে অকারণে বিতর্ক তৈরি করেছে। দল বিরোধী কোনও মন্তব্য তিনি করেননি। বৃহস্পতিবার রাতেই এই বিষয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলেছেন বঙ্কিম। শুভেন্দু তাঁকে আশ্বস্ত করেছেন বলে জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার বঙ্কিমবাবু বিজেপির লাগাতার বিধানসভার অধিবেশন বয়কট করার সিদ্ধান্তের সমালোচনা করেছিলেন। তিনি বলেছিলেন, ‘এটা আমার ব্যক্তিগত অভিমত। অধিবেশন বয়কট করা আমাদের ভুল হয়েছে। এই বিষয়ে আগামী দিনে আলোচনার প্রয়োজন রয়েছে। অন্য কোনও বিষয়ের উপর আলোচনার সময় বয়কট করলে ভালো হত। শিক্ষা ও স্বাস্থ্যের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার সময় আমাদের অধিবেশনে থাকা উচিত ছিল।’ এই মন্তব্যের পর অস্বস্তিতে পড়ে বিজেপি। বঙ্কিমবাবুর মন্তব্যের প্রশংসা করেন কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। এমনকী স্পিকারও নাম না করে বঙ্কিমকে সাধুবাদ জানান। যদিও বিজেপির পরিষদীয় দলের মুখ্য সচেতক শঙ্কর ঘোষ জানিয়ে দেন, বঙ্কিম ঘোষের মন্তব্যকে দল সমর্থন করে না।

এ দিন নিজের বিতর্কিত মন্তব্যের ব্যাখ্যা দিয়েছেন বঙ্কিম ঘোষ। তিনি জানিয়েছেন, তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। তিনি দলের বিরুদ্ধে কোনও মন্তব্য করেননি। স্পিকার প্রতিবার বিরোধী দলের বিধায়কদের সাসপেন্ড করার প্রতিবাদ জানিয়েছিলেন তিনি। তাঁর দাবি, স্পিকারের কারণেই যে তাঁরা স্বাস্থ্য এবং শিক্ষা সংক্রান্ত বাজেট আলোচনায় অংশগ্রহণ করতে পারেননি তা-ই বলতে চেয়েছিলেন।