• facebook
  • twitter
Tuesday, 1 October, 2024

সুপ্রিম কোর্টে স্বস্তি কুন্তল ঘোষের 

কুন্তল ঘোষের জামিনের আবেদনের মামলার নিষ্পত্তি বিশেষ সিবিআই আদালতকে ১০ দিনের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিল দেশের শীর্ষ আদালত। মঙ্গলবার সুপ্রিম কোর্টে বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি উজ্জ্বল ভুঁইয়ার ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দেয়। ১০ দিনের মধ্যে মামলার নিষ্পত্তি করে রিপোর্ট দিতে হবে শীর্ষ আদালতকে। রিপোর্ট পাওয়ার পর শীর্ষ আদালত কুন্তলের জামিন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানায় আদালত। মামলার পরবর্তী শুনানি হবে ১৭ অক্টোবর।

কুন্তল ঘোষের জামিনের আবেদনের মামলার নিষ্পত্তি বিশেষ সিবিআই আদালতকে ১০ দিনের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিল দেশের শীর্ষ আদালত। মঙ্গলবার সুপ্রিম কোর্টে বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি উজ্জ্বল ভুঁইয়ার ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দেয়। ১০ দিনের মধ্যে মামলার নিষ্পত্তি করে রিপোর্ট দিতে হবে শীর্ষ আদালতকে। রিপোর্ট পাওয়ার পর শীর্ষ আদালত কুন্তলের জামিন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানায় আদালত। মামলার পরবর্তী শুনানি হবে ১৭ অক্টোবর।

 
২০১৪ থেকে ২০২১ সালের মধ্যে সরকার পরিচালিত স্কুলগুলিতে শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের কাছ থেকে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের কিছু অভিযুক্ত নেতার ১০০ কোটি টাকারও বেশি চাঁদা তোলার অভিযোগ ওঠে। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হন কুন্তল ঘোষ। গত বছরের ২১ জানুয়ারি তাঁকে গ্রেফতার করে ইডি। ওএমআর শিট কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। নিয়োগ দুর্নীতিতে ১০০ কোটি টাকারও বেশি দুর্নীতির যে  অভিযোগ ওঠে তার সঙ্গে কুন্তল ঘোষের গভীর যোগসাজশের অভিযোগ ওঠে। সিবিআইয়ের অভিযোগ, তাঁর কাছ থেকে উদ্ধার হওয়া বিপুল টাকা অথবা সম্পত্তির উৎসের ব‌্যাপারে কুন্তল কোনও স্বচ্ছ ব‌্যাখ‌্যা দিতে পারেননি। তাঁকে আয়ের উৎস নিয়েও প্রশ্ন রয়েছে।  এই সমস্ত প্রশ্নের জবাব দিতে হবে কুন্তলকে। বিশেষ আদালতে দীর্ঘদিন ধরে কুন্তলের জামিনের শুনানি চলছিল। কিন্তু রায়দানের আগেই তাঁর মামলার বিচারক বদল হয়ে যায়। বিচারক বদল হয়ে যাওয়ায় পুরো মামলার নতুন করে শুনানির দাবি তোলে সিবিআই। বিশেষ আদালত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সেই দাবি মেনেও নেয়। সিবিআইয়ের সেই দাবির বিরোধিতা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন কুন্তল।
 
শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে স্বস্তি পেলেন বহিষ্কৃত এই তৃণমূল নেতা । নিয়োগ দুর্নীতি মামলায় তাঁর জামিনের আবেদন নিয়ে ১০ দিনের মধ্যেই সিদ্ধান্ত নিতে হবে বিশেষ আদালতকে। ইডির মামলায় কুন্তল যে রিট পিটিশন দাখিল করেন, তা নিয়ে ইডিরও জবাব চাওয়া হয়েছে।