বামপন্থী মনোভাবাপন্ন চিকিৎসকের সঙ্গে বৈঠক কুণালের

‘আমরণ’ অনশনে অনড় জুনিয়র ডাক্তাররা। এই আবহেই চিকিৎসক নারায়ণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। জুনিয়র ডাক্তারদের অনশন তোলার জন্য রফাসূত্র খুঁজতেই এই বৈঠক বলে মনে করা হচ্ছে। বৃহস্পতিবার সন্ধ্যায় কুণালের সঙ্গে এক ঘণ্টা বৈঠক করলেন নারায়ণ বন্দ্যোপাধ্যায়। নারায়ণ বামপন্থী মনোভাবাপন্ন চিকিৎসক হিসেবেই পরিচিত। এই কারণে তাঁর সঙ্গে বৈঠক ঘিরে জল্পনা তৈরি হয়েছে।
উল্লেখ্য, আরজি কর কাণ্ডের বিচার সহ ১০ দফা দাবিতে ধর্মতলায় অনশন করছেন কয়েকজন জুনিয়র ডাক্তার। উত্তরবঙ্গেও একজন চিকিৎসক অনশন করছেন। এই আবহে ঘরে বাইরে চাপের মুখে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী একাধিকবার অনুরোধ করেও আন্দোলন থামাতে পারেননি। উল্টে আরও তীব্র হয়েছে বিচারের দাবি। এই আবহে বামপন্থী চিকিৎসক নারায়ণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তৃণমূল নেতা কুণাল ঘোষের বৈঠক বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।