বাংলার রাজনীতিতে একের পর বিতর্ক বাড়িয়ে চলেছেন তৃণমূলের রাজ্য নেতা কুণাল ঘোষ। এবার মমতাকে নেতাজি সুভাষ চন্দ্র বসুর সঙ্গে তুলনা করলেন তিনি। তিনি বলেন, নেতাজি আলাদা দল তৈরি করে সংসদীয় রাজনীতিতে সফল হতে পারেননি। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় সফল। কুণালের এই মন্তব্যে তোলপাড় রাজ্য রাজনীতি।
প্রসঙ্গত রবিবার কংগ্রেসকে নিয়ে একটি বিশেষ প্রসঙ্গে কুণাল ঘোষ বলেন, ‘মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে মর্যাদা দিয়েছেন। তিনি নতুন দল প্রতিষ্ঠা করে লড়াই করেছেন। মানুষ স্বীকৃতি দিয়েছে। যদি কংগ্রেস রাজনীতিতেও দেখেন, অপ্রিয় সত্যি এই যে নেতাজি সুভাষ চন্দ্র বসুও কিন্তু আলাদা দল নিয়ে দলীয় রাজনীতিতে সফল হয়তে পারেননি। তিনি একজন ঐতিহাসিক বিপ্লবী। স্বাধীনতা সংগ্রামী। কিন্তু সংসদীয় রাজনীতিতে দল গড়ে ব্যর্থ হয়েছেন। সেই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র সফল। যিনি দল প্রতিষ্ঠা করে বাম জমানার পতন ঘটিয়েছেন।’
কিন্তু কী প্রসঙ্গে উঠল এই কথা? জানা গিয়েছে, রবিবার উত্তর কলকাতায় সোমেন মিত্রের একটি মূর্তি উন্মোচনের অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানে দলের বর্তমান রাজ্য সভাপতি শুভঙ্কর সরকার দেরিতে রেগে গিয়ে বিস্ফোরক মন্তব্য করেন বর্ষীয়ান কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য। তিনি স্বীকার করে নেন, মমতাকে বহিষ্কারের প্রায়শ্চিত্ত করতে হচ্ছে কংগ্রেসকে। যে দিন বাংলার বর্তমান মুখ্যমন্ত্রীকে বহিষ্কার করা হয়, সেই দিনই সোমেন মিত্রর ফোন এসেছিল। সীতারাম কেশরী সোমেনকে বলেছিলেন মমতাকে বহিষ্কার করতে হবে।
তিনি আরও বলেন, ‘আমি সোমেনকে বলেছিলাম তুমি করো (বহিষ্কার) না। কিন্তু সোমেনের উপর এমন চাপ তৈরি হল, সে বাধ্য হল। তার জন্য প্রায়শ্চিত্ত কংগ্রেসকে আজও করতে হচ্ছে। আমি জানি না এই খাদ থেকে কবে উঠে আসব।’
প্রদীপ বাবুর এই বিস্ফোরক মন্তব্যে রাজ্য রাজনীতিতে যথেষ্ট জলঘোলা হচ্ছে। অনেকে ধারনা করছেন, হয়তো তিনি তৃণমূল কংগ্রেসের কাছাকাছি আসতে চাইছেন। সেই প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে এদিন কুণাল ঘোষ বলেন, ‘প্রদীপদা একটি দলে আছেন। তিনি হয়তো তাঁর কম্পালশন থেকে বলেছেন। কিন্তু তাঁর মনের মধ্যে যেটা আছে, তা তো বাস্তব। কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইয়ের স্পিরিটকে মর্যাদা দিতে ব্যর্থ হয়েছে। আজও মানুষ কংগ্রেস থেকে মমতাকে বহিষ্কারের সিদ্ধান্তকে স্বাগত জানাতে পারেননি।’